কলকাতা টুডে ব্যুরো: করোনা আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । নিভৃতবাসে রয়েছেন তিনিষ বিগত ৭২ ঘণ্টায় যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, সকলকে করোনা পরীক্ষার আর্জি জানালেন তিনি।
এদিন ফেসবুকের দেওয়ালে সৃজিত লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘন্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন’।
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে, আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী!’ আক্রমণ শমীকের
কিছুদিন আগেই সৃজিত জানিয়েছিলেন যে এবছরই বড়পর্দায় ফিরছে কাকাবাবু। প্রকাশ্যে আসে কাকাবাবুর প্রত্যাবর্তন ছবির ট্রেলার। আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। তবে শুধু টলিউডে নয়, বলিউডেও মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিতের ছবি। মিতালি রাজের বায়োপিক সাবাশ মিঠু মুক্তি পাবে ঐ একই দিনে। মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও কিছুদিন আগেই উত্তরবঙ্গের জঙ্গলে একটি বলিউডি ছবির শুটিং করছিলেন পরিচালক। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। শুটিংয়ের ফাঁকে স্ত্রী মিথিলা ও কন্যাকে নিয়ে কাঞ্জনজঙ্ঘার দর্শনও করে আসেন সৃজিত।
Topics
Srijit Mukherjee Covid19 Vaccine Health Kolkata