নিজস্ব প্রতিনিধিঃ ‘এটিকে’ ইস্যুতে আগেই পথে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মেরিনার্সরা। দিন দিন ক্ষোভ, অসন্তোষের পারদ চড়ছিল। রবিবার প্রতিবাদে পথে নেমেই পড়লেন তাঁরা। প্রথমে মোহনবাগান ক্লাবের সামনে ‘রিমুভ এটিকে’ ব্যানার নিয়ে স্লোগান বিক্ষোভ চলল। তারপর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে স্লোগান, পোস্টার সাঁটানো, সবটাই হল। ঘটনার সূত্রপাত, এটিকে মোহনবাগানের তৃতীয় কিট নিয়ে। এফসি গোয়ার বিরুদ্ধে যে জার্সি পরে খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান, সেটি আসলে এটিকের গত মরসুমের অ্যাওয়ে জার্সি।
মোহনবাগান সমর্থকদের দাবী চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে প্রথমবার এই জার্সি পরে নেমেছিল এটিকে মোহনবাগান। তখন প্রতিবাদ করা হলে কর্তারা আশ্বাস দিয়েছিলেন, এরপর আর এই জার্সি পরে নামবে না দল। কিন্তু বাস্তবে তা হয়নি। কথা রাখেননি ম্যানেজমেন্ট কর্তারা। এবার তাই কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন সমর্থকরা। এই মরসুমে যে আর এটিকের নাম মোছা যাবে না, তা ভাল ভাবেই জানেন সবুজ মেরুন সমর্থকরা। তাঁরা চান আগামী মরসুমে বিনিয়োগকারী হিসেবে থাকুন সঞ্জীব গোয়েঙ্কারা। তবে নামের আগে এটিকে বসানো নিয়ে আপত্তি তাঁদের।
শতাব্দী প্রাচীন ক্লাবের এক কর্তা বললেন, ‘আন্দোলনের নামে ক্লাবের মালিদের সঙ্গে অসভ্যতা করা হয়েছে। এটা একেবারেই ঠিক নয়। সামনেই আমাদের বার্ষিক সাধারণ সভা। কারুর কিছু বলার থাকলে সেখানে এসে বলুন।’
নর্থ ইস্টের বিরুদ্ধে জিতে মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমাতে চায় এটিকে মোহনবাগান। তবে এখানেই থামতে নারাজ ক্ষোভে ফুঁসতে থাকা সমর্থকরা। দিন কয়েকের মধ্যেই আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়ার পাশাপাশি আরও বেশি সমর্থক এনে ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। প্রয়োজনে গোয়েঙ্কার অফিস ঘেরাও করতে পারেন সমর্থকরা।