Home খেলাধুলাক্রিকেট কেরিয়ারের সেরা ব়্যাংকিং পন্তের, পিছোলেন কোহলি

কেরিয়ারের সেরা ব়্যাংকিং পন্তের, পিছোলেন কোহলি

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় পুরো টেস্ট সিরিজ না খেলে আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে পিছোলেন বিরাট কোহলি। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ব্যাটসম্যানদের মধ্যে চার নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ফর্মে ফেরা স্টিভ স্মিথ রয়েছেন দু‘নম্বরে। তিন নম্বরে রয়েছেন আর এক অস্ট্রেলীয় ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।

ব্রিসবেনে ভারতের টেস্ট ও সিরিজ জয়ের নায়ক ঋষভ পন্ত ১৩ নম্বরে উঠে এসেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে তিনিই প্রথম। ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শুভমান গিলও। ৬৮ থেকে ৪৭-এ উঠে এসেছেন তিনি। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন গিল।

চেতেশ্বর পূজারা উঠে এসেছেন ৭ নম্বরে। অজিঙ্ক রাহানে রয়েছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় ১ নম্বরে প্যাট কামিন্স। জসপ্রীত বুমরাহ ৯ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ৮ নম্বরে। অল রাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা। শীর্ষে বেন স্ট্রোকস আর দু’নম্বরে জেসন হোল্ডার।

অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরও জায়গা পেয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের মধ্যে ৮২ নম্বরে আছেন ওয়াশিংটন। আর বোলারদের তালিকায় ৯৭ নম্বরে রয়েছেন তিনি। শার্দুল ঠাকুরের স্থান হয়েছে বোলারদের তালিকায় ৬৫ নম্বরে।

Related Articles

Leave a Comment