কলকাতা টুডে ব্যুরো:কোভিডমুক্ত লতা মঙ্গেশকর। শুধু তা-ই নয়, নিউমোনিয়াকেও হারিয়ে দিলেন ৯২ বছরের গায়িকা।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি আচমকাই লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও। হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ তারিখ নয় তিনি ভর্তি হয়েছেন তারও দিন কয়েক আগে। চিন্তায় পড়ে যান ভক্তমহল। এরইমধ্যে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রটে নানা ভুয়ো খবরও। এর পরেই তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় তাঁকে নিয়ে কোনও মিথ্যে সংবাদ যাতে পরিবেশিত না হয়।
আরও পড়ুনঃআশঙ্কাজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরসম্রাজ্ঞী যে ধীরে ধীরে অনেকটাই বিপদ কাটিয়ে উঠছেন সেই বার্তা রবিবার আগেই জানিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন বেশ কয়েকদিন হল ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখনও আইসিইউতেই রাখা হয়েছে শিল্পীকে ।
Topics
Lata Mangeshkar Singer Covid19 Health Kolkata