Home খেলাধুলাক্রিকেট ‘কোহলি মাঠকর্মীদের বাঁচাতে কথা বলছে’, পিচ নিয়ে তোপ অ্যান্ড্রু স্ট্রসের

‘কোহলি মাঠকর্মীদের বাঁচাতে কথা বলছে’, পিচ নিয়ে তোপ অ্যান্ড্রু স্ট্রসের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: অ্যালিস্টেয়ার কুকের পর এবার মোতেরার পিচকে একহাত নিলেন অ্যান্ড্রু স্ট্রস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের নিশানায় বিরাট কোহলি। স্ট্রসের বক্তব্য, পিচের স্বপক্ষে কথা বলা উচিত হয়নি কোহলির।

স্ট্রস বলেছেন, ‘পিচ নিয়ে কুক যা বলেছে তার সঙ্গে আমি একমত। বিরাট কোহলির মন্তব্য শুনে মনে হচ্ছে ও মাঠকর্মীদের বাঁচানোর জন্য এমন কথা বলছে। ও ভারতীয় বোর্ডের মুখ হয়ে কথা বলছে।’

প্রসঙ্গত, ম্যাচের পর বিরাট কোহলি বলেছিলেন যে স্পিন খেলায় দু’দলের ব্যাটসম্যানদের অক্ষমতার কারণেই খেলা এত দ্রুত শেষ হয়ে গিয়েছে। তাঁর মন্তব্য ছিল, ‘২১টা উইকেট পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানদের স্পিন খেলার মানসিকতার অভাব ছিল।’

পিচ কতটা খারাপ ছিল তা বোঝাতে জো রুটের প্রসঙ্গ টেনে এনেছেন স্ট্রস। বলেছেন, ‘জো রুটের দিকে এক বার তাকিয়ে দেখুন। আমরা সবাই জানি ও স্পিন কতটা ভাল খেলতে পারে। দারুণ ছন্দেও রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টে ও কী করল? মাত্র ১৯ রান। তা-ও ওই রানে পৌঁছতেই দু’তিন বার আউট হওয়ার হাত থেকে বেঁচেছে। টেস্ট ম্যাচটাও দু’দিনে শেষ হয়ে গিয়েছে।’

Related Articles

Leave a Comment