Home খেলাধুলাফুটবল ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি, ইনভেস্টর হারাতে পারে মহমেডান

ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি, ইনভেস্টর হারাতে পারে মহমেডান

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র তিন মাসের মধ্যেই সম্পর্কে ইতি পরে যেতে পারে। ৯ জানুয়ারি আই লিগ শুরুর আগেই মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারে তাদের ইনভেস্টর ‘বাঙ্কারহিল’। 

গত অক্টোবরে ঢাকঢোল পিটিয়ে নামি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘বাংকারহিল’-কে ইনভেস্টর হিসেবে এনেছিল। দিনটা ছিল ৫ই অক্টোবর। সেদিন বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের সম্পর্কের পথচলা শুরু হয়েছিল। আই লিগ, আইএসএল-কে সামনে রেখে নতুন স্বপ্নের জাল বোনা শুরু হয়েছিল। স্বপ্ন দেখেছিলেন অগণিত সাদা-কালো সমর্থক। কিন্তু বছর শেষেই ক্লাব-ইনভেস্টর সম্পর্কে টানাপোড়েন। অপেশাদার কর্তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই ইনভেস্টর হাতছাড়া হতে বসেছে মহমেডানের।

কিন্তু সমস্যাটা কী? ‘বাংকারহিল’-এর অন্যতম ডিরেক্টর দীপক সিং ‘কলকাতা টুডে’-কে বললেন, ‘শুধু একটা মৌ-চুক্তি হয়েছিল ক্লাব ও আমাদের মধ্যে। আসল চুক্তি হয়নি। তিন মাস হয়ে যাওয়ার পরেও মহমেডান চুক্তিতে সই করতে চাইছে না। সই না করলে তো আমরা ক্লাবের জন্য, ফুটবল টিমের জন্য অর্থ খরচ করতে পারব না। আই লিগ শুরু হতে যাচ্ছে। ক্লাবই ফান্ডিং সমস্যায় পড়বে। আমরা আর বেশিদিন অপেক্ষা করব না। ৯৬ ঘণ্টা সময় দিলাম। ৮ই জানুয়ারির মধ্যে ওরা সিদ্ধান্ত না জানালে আমরা সরে যাব।’

ক্লাব কর্তারা কার্যকরী কমিটির বৈঠক ডেকে নিজেদের সিদ্ধান্ত জানাবেন। কিন্তু কবে? ৮ জানুয়ারির পর যে আর অপেক্ষা করতে চাইছেন না ইনভেস্টর কর্তারা।

Related Articles

Leave a Comment