Home খেলাধুলাক্রিকেট ঘূর্ণি পিচে রোহিতের রাজকীয় ইনিংস, প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

ঘূর্ণি পিচে রোহিতের রাজকীয় ইনিংস, প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত

by Kolkata Today

চেন্নাই, ১৩ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্টের প্রথম দিন। শুরুর প্রথম ঘণ্টায় আশঙ্কা, অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে দিনের শেষে স্বস্তিতে ভারতীয় শিবির। দিনের দুর্যোগের ঘনঘটা অনেকটাই কাটল ‘হিটম্যান’ রোহিত শর্মার সৌজন্যে। অস্ট্রেলিয়া থেকে আগের ছ’টা ইনিংসে ব্যর্থতার পর অবশেষে রো-হিট। ভারতীয় ইনিংসে শুরুর ধাক্কা সামলে দিলেন হিটম্যান। হাঁকালেন টেস্ট কেরিয়ারের সপ্তম শতরান। রোহিত শর্মার দুরন্ত ১৬১ রানের সৌজন্যে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে অনেকটাই ভাল জায়গায় ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করে ৮৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছে বিরাটের দল। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (অপরাজিত ৩৩) ও টেস্টে অভিষেককারী অক্ষর প্যাটেল (অপরাজিত ৫)।

দিনের দ্বিতীয় ওভারেই শুভমান গিলকে লেগ বিফোর করে আউট করেন অলি স্টোন। জোফ্রা আর্চার ছিটকে যাওয়ায় আচমকাই দলে ঢোকেন তিনি। কিছুক্ষণ পরে বিরাট কোহলিকে বোল্ড করে গোটা চিপক স্টেডিয়ামকে চুপ করিয়ে দেন মইন আলি। পেসারদের সরিয়ে তখন সবেমাত্র স্পিনারদের আক্রমণে আনেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মইনের বল ড্রাইভ করে কভার দিয়ে মারতে যান কোহলি। অন্যান্য সময়ে নিখুঁতভাবে তাঁর ব্যাট থেকে বল বাউন্ডারির দিকে ছুটলেও এবার পরাস্ত হন। ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে গলে মইনের বল তাঁর অফ স্টাম্প নড়িয়ে দেয়। বিস্মিত কোহলি ভাবতেই পারেননি এভাবে আউট হতে পারেন।

ক্রিজে চেতেশ্বর পূজারা আসার পর রোহিতের সঙ্গে তিনি দলের হাল ধরেন। পূজারা স্বভাবসিদ্ধ ধীর-স্থির ভঙ্গিতে খেললেও রোহিত প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক। বলের চেয়ে রান সংখ্যা সব সময়েই বেশি ছিল। কিন্তু লিচের বলে স্টোকসের হাতে ক্যাচ তুলে পূজারা ফিরতেই দ্রুততায় রাশ টানেন রোহিত। লাঞ্চের পর তাঁকে একদম শান্ত মেজাজে পাওয়া যায়। ধরে ধরে ইনিংস গড়েন। চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ফিরে এসে পরের দুই টেস্টেও আহামরি কিছু করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থ হন। কিন্তু আসল সময়ে জ্বলে ওঠে হিটম্যানের ব্যাট। ধীরে ধীরে দেড়শো পেরিয়ে যান। ডাবল সেঞ্চুরি করার দারুণ সম্ভাবনাও ছিল। কিন্তু মুহূর্তের ভুলে ফিরতে হয় মইন আলির হাতে ক্যাচ দিয়ে।

সাধারণত লম্বা জুটির ক্ষেত্রে একজন ফিরে গেলে আর একজনও বেশিক্ষণ থাকতে পারেন না। রাহানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। রোহিতের কিছুক্ষণ পরেই ফেরেন তিনি। আউট হন কিছুটা অধিনায়কের ভঙ্গিতেই। তফাৎ হল, কোহলি ড্রাইভ করতে গিয়েছিলেন, রাহানে সুইপ। দু’জনেরই ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে উইকেট ভেঙে যায়। ব্যাট হাতে ভরসাযোগ্য রবিচন্দ্রন অশ্বিনকে নিজেই তুলে নেন রুট। তবে পন্তকে উইকেটে যথেষ্ট দৃঢ় লেগেছে। বল ইতিমধ্যেই যা ঘুরছে, তাতে ৩৫০ রান স্কোরবোর্ডে উঠলেই ভারত অনেকটা স্বস্তিতে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আগেরদিনই সহঅধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছিলেন, প্রথম দিন থেকেই বল ঘুরবে। কার্যত দেখা গেল, টেস্টের পঞ্চম দিনের মতো প্রথম দিনের প্রথম ঘণ্টা থেকেই বল ঘুরছে। দুই ইংরেজ স্পিনার মঈন আলি ও জ্যাক লিচ দুটো করে উইকেট নিলেন। একটি অধিনায়ক রুটের ঝুলিতে। দিনের শেষে স্পিনারদের ৫টি উইকেট প্রমাণ করে দিল, রুটরা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন।

Related Articles

Leave a Comment