Home খেলাধুলাফুটবল চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করল ১০ জনের ইস্টবেঙ্গল

চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করল ১০ জনের ইস্টবেঙ্গল

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আইএসএলে তৃতীয় জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। বলা ভাল, দশ জনের ইস্টবেঙ্গল পয়েন্ট ছিনিয়ে নিল চেন্নাইয়িন এফসি-র থেকে। দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ২-২ গোলে শেষ করেছিল লাল-হলুদ ব্রিগেড। সোমবার দ্বিতীয় লেগেও তাদের বিরুদ্ধে গোলশূন্যভাবে অমীমাংসিত থাকল লাল-হলুদের লড়াই৷ এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই রইল রবি ফাওলারের দল। সমসংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে চেন্নাইয়িন এফসি। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। আর ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেকেন্ড-বয় এটিকে মোহনবাগান৷

ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার এদিন দলে তিনটি পরিবর্তন করেন৷ দলে ফেলেন অ্যান্থনি পিলকিংটন, সুরচন্দ্র সিং এবং মাত্র তিন দিন আগে সই করা অজয় ছেত্রী৷ প্রথম একাদশে রাখেননি স্টেইনম্যান, হরমনপ্রীত সিং ও রানা ঘরামি৷ তবে মরশুমে প্রথমবার পিলকিংটন, ব্রাইট ও মাঘোমাকে রেখে ফরোয়ার্ড লাইন সাজান লাল-হলুদ।চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে প্রথমার্ধের খেলায় পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান ইস্টবেঙ্গলের নবাগত মিডফিল্ডার অজয় ছেত্রী৷ ম্যাচের ৩১ মিনিটে রহিমকে কড়া ট্যাকেল করায় লাল-হলুদের তরুণ ফুটবলার লাল-কার্ড দেখে মাঠের বাইরে চলে যান৷ প্রথমার্ধের ১৫ মিনিট আগে থেকেই ১০ জনে খেলতে হয় লাল-হলুদকে৷ এই পরিস্থিতিতে প্রথমার্ধে চেন্নাইয়ানের বিরুদ্ধে লড়াই করে তেকাঠি অক্ষত রাখে ফাওলারের ছেলেরা। প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোরলাইন থাকে ০-০৷ প্রথমার্ধে কোনও দলই আক্রমণাত্মক ফুটবল খেলেনি৷ তবে ১০ জনের ইস্টেবেঙ্গলকে পেয়েও গোল করতে ব্যর্থ হয় চেন্নাইয়িনের ফরোয়ার্ড লাইন৷

দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন এফসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করে৷ কিন্তু লাল-হলুদ গোলকিপার দেবজিতের সামনে আটকে যায়৷ ম্যাচের ৭০ মিনিটে ইসমার দারুণ পাস বাড়ান রহিমকে৷ কিন্তু এগিয়ে এসে বল ক্লিয়ার করেন দেবজিত৷ এই ম্যাচেও তিনি যে ইস্টবেঙ্গলের পরিত্রাতা সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ৭২ মিনিটে পিলকিংটন দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন৷

৮৫ মিনিটে দলে প্রথম পরিবর্তন করে ইস্টবেঙ্গল৷ ব্রাইটের পরিবর্তে আমাদি হোলোওয়েকে নামান ফাওলার৷ মাঠে নেমেই বক্সের কাছে ফ্রি-কিক আদায় করে নেন হোলোওয়ে৷ আগের ম্যাচ এডু গার্সিয়া ফ্রি-কিক থেকে গোলকে ম্যাচ ড্র করেছিলেন৷ কিন্ত পিলকিংটন ফ্রি-কিক বাইরে মারেন৷ ফলে ৮৮ মিনিটেও ম্যাচের ফলাফলে কোনও পরিবর্তন হয়নি৷ ৯০ মিনিটে গোলরক্ষক দেবজিতের ভুলে গোল খেতে বসেছিল ইস্টেবঙ্গল৷ কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

Related Articles

Leave a Comment