Home খেলাধুলাফুটবল চোটে জর্জরিত এফসি গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

চোটে জর্জরিত এফসি গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ইস্টবেঙ্গলের মিশন গোয়া। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ তৃতীয় জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে ফিরতি লেগে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম পর্বের ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত ছিল। ব্রাইটের অসামান্য গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে তিন পয়েন্ট মাঠে ফেলে এসেছিল দল। এবার সেই একই ভুলের পুনরাবৃত্তি চায় না রবি ফাওলারের দল। তবে প্লে-অফে জায়গা পেতে হলে শুক্রবারের গোয়া ম্যাচ জিততেই হবে এসসি ইস্টবেঙ্গলকে। তাই জয় ছাড়া কিছুই ভাবছে লাল-হলুদ শিবির।

বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি কোচ রবি ফাওলার। পাঠিয়েছিলেন সহকারী কোচ টনি গ্রান্টকে। ফাওলারের ডেপুটি বলেন, ‘আমরা বাকি সাতটা ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। তিনটে ম্যাচে ১০ জনে খেলেছি। এই মরসুমের আগে আমরা এই ফুটবলারদের চিনতাম না। প্রথম ১০টা ম্যাচ লেগেছে ফুটবলারদের ভালভাবে চিনতে। লিগ টেবিলের সামনের দিকে থাকা দলগুলো পয়েন্ট নষ্ট করলে নিচের দিকে থাকা দলগুলোর সামনে ওপরে ওঠার সুযোগ তৈরি হয়। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।’ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে আছে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে আছে এফসি গোয়া।

সাত ম্যাচ অপরাজিত থাকার পর ভাল খেলেও লিগ তালিকায় শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির কাছে ০-১ ব্যবধানে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইট এনোবাখারেকে সামনে রেখে গোয়া চ্যালেঞ্জ টপকাতে চাইছে লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। ব্রাইট আবার হঠাৎই ছন্দ হারিয়েছেন। শেষ চার ম্যাচে গোল নেই। তাই তাঁকে ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানী ইস্টবেঙ্গল। টনি গ্রান্ট বললেন, ‘ব্রাইট যতবার বল ধরছে ততবার ফাউল করা হচ্ছে। তাই ওকে কখন আমরা নামাব, সেটা ভাবতে হবে।’

এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম সাক্ষাতে চার ডিফেন্ডারকে কাটিয়ে বিশ্বমানের গোল করেছিলেন ব্রাইট। ভাল ফর্মে আছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদারও। এই মরসুমে ৪৫টি সেভ করেছেন তিনি। সাসপেনশন কাটিয়ে এফসি গোয়ার বিরুদ্ধে ফিরছেন মিডফিল্ডার অজয় ছেত্রি। অন্যদিকে, এফসি গোয়া দলে আছেন সোনার বুটের দৌড়ে থাকা ইগর আঙ্গুলো। চলতি মরসুমে ইতিমধ্যেই ৯ গোল করে ফেলেছেন তিনি। তবে চোটের কারণে গোয়া দলে নেই ইভান গঞ্জালেজ, জেমস দোনাচি ও ঈশান পন্ডিতা। তাই জয়ের ব্যাপারে আশাবাদী এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ টনি গ্রান্ট। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে ভাল সুযোগ। আমরা প্রথম দিকে আমাদের অধিনায়ককে পাইনি। এটা আমাদের সমস্যায় ফেলেছিল। প্রত্যেক দলই কয়েকজন নির্দিষ্ট ফুটবলারের ওপর নির্ভর করে।’

Related Articles

Leave a Comment