Home খেলাধুলাক্রিকেট চোট পিছু ছাড়ছে না, টেস্ট শুরুর আগেই ছিটকে গেলেন কোহলির দলের এই বোলার

চোট পিছু ছাড়ছে না, টেস্ট শুরুর আগেই ছিটকে গেলেন কোহলির দলের এই বোলার

by Kolkata Today

চেন্নাই, ৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ায় চোটে জর্জরিত ছিল ভারতীয় শিবির। ঘরের মাঠে ফিরেও সেই চোট পিছু ছাড়ল না। হাঁটুর চোটের কারণে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ২৭ বছরের এই স্পিনারকে প্রথম টেস্টে পাবে না ভারত।

বৃহস্পতিবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান অক্ষর। টেস্টে এখনও অভিষেক ঘটেনি এই ভারতীয় স্পিনারের, তার আগেই মাঠের বাইরে চলে যেতে হল তাঁকে। অক্ষরের বদলে দলে নেওয়া হয়েছে লেগ স্পিনার রাহুল চাহার এবং বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিমকে।

অস্ট্রেলিয়ার মাটিতে চোট পান রবীন্দ্র জাডেজা। তাঁর বদলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন অক্ষর। এবার চোটের কারণে ছিটকে গেলেন তিনি। শুক্রবার থেকে শুরু হল ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজ।

ভারতীয় দলের চিকিৎসকরা অক্ষরের চোটের পর্যবেক্ষণে থাকবেন। সিরিজের বাকি ম্যাচগুলোতে অক্ষরকে পাওয়া যাবে কিনা, সেই নিয়ে পরে সিদ্ধান্ত নেবে বিসিসিআই-এর মেডিক্যাল টিম।

Related Articles

Leave a Comment