Home খেলাধুলাফুটবল জন চিডির অন্তর্ভুক্তিতে আই লিগে চার ম্যাচ পর জয়ে ফিরল মহমেডান

জন চিডির অন্তর্ভুক্তিতে আই লিগে চার ম্যাচ পর জয়ে ফিরল মহমেডান

by Kolkata Today

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: গোকুলাম কেরালাকে হারিয়ে চলতি আইলিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং। দক্ষিণের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে ছ’ম্যাচ পর লিগ তালিকায় তৃতীয়স্থানে উঠে এল সাদা-কালো শিবির। কল্যাণী স্টেডিয়ামে এদিন ব্ল্যাক-প্যান্থারদের হয়ে দুই অর্ধে দু’টি গোল করেন জন চিডি এবং আশির আখতার। সেয়ানে সেয়ানে লড়াই চালালেও ৭৬ মিনিটে কেরালার হয়ে শরিফ মুখাম্মদের গোলটি কাজে আসেনি।

নেরোকার বিরুদ্ধে গোলশূন্য ড্র ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনে কলকাতার দলটি। জয়ের সরণিতে ফিরতে মরিয়া সাদা-কালো শিবির এদিন এগিয়ে যেতে পারত ম্যাচের দশ মিনিতেই। কিন্তু হীরা মণ্ডলের জোরাল শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোলের প্রতীক্ষা দীর্ঘায়িত হয় হোসে হেভিয়ার দলের। ১৭ মিনিটে এমিল বেনির থ্রু ধরে পুরনো দলের বিরুদ্ধে গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন গোকুলাম স্ট্রাইকার ফিলিপ আদজা। কিন্তু সময়মতো এসে কিংসলে বিপদ থেকে উদ্ধার করেন মহামেডানকে। আক্রমণ ও প্রতিআক্রমণে এগিয়ে চলা ম্যাচে প্রথম গোলের দেখা মেলে বিরতির চার মিনিট আগে।

৪১ মিনিটে ফয়জল আলির বাড়ানো থ্রু ধরে গোকুলাম কেরালার ডেডলক ভাঙেন জন চিডি। একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মহামেডান। দ্বিতীয়ার্ধে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে কেরালার দলটি। শুরুতেই সেটপিসের সুযোগ নিয়ে বিপক্ষ গোলমুখে হানা দেয় তারা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকায় এযাত্রায় রক্ষা পায় সাদা-কালো। ৫৮ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে ফয়জল আলির একটি হেড নিজেকে দক্ষতার শীর্ষে নিয়ে গিয়ে সেভ করেন কেরালা গোলরক্ষক উবেদ। নইলে তখনই ব্যবধান বাড়িয়ে নিতে পারত ব্ল্যাক-প্যান্থার্স। তবে অপেক্ষা দীর্ঘায়িত হয়নি।

৬৭ মিনিটে ফ্রি-কিক থেকে তোলা গনি আহমেদ নিগমের একটি ক্রস আশির আখতারের জন্য সাজিয়ে দেন সেবাস্তিয়ান থাংমুয়ানসাং। সাজানো বল থেকে দলের ব্যবধান দ্বিগুণ করতে কোনও ভুল করেননি আশির। ন’মিনিট বাদে আফগান মিডফিল্ডার শরিফ মুখাম্মদ দূরপাল্লার কার্লিং শটে ব্যবধান কমালে ম্যাচে ফেরে গোকুলাম। সমতা ফেরাতে মরিয়া গোকুলাম সাদা-কালো রক্ষণে চাপ বজায় রেখে চলে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। শেষদিকে নাওচা সিং’য়ের একটি প্রয়াস দুরন্ত রিফ্লেক্সে রক্ষা করেন মহামেডান গোলরক্ষক শুভম রায়। আর এতেই তিন পয়েন্ট নিশ্চিত হয় কলকাতা জায়ান্টদের। এই জয়ের ফলে ছয় ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল ব্ল্যাক-প্যান্থার্স।

Related Articles

Leave a Comment