কলকাতা, ২১ ফেব্রুয়ারি: জয় দিয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করল বাংলা দল। রবিবার ইডেন গার্ডেন্সে সার্ভিসেসকে ৭০ রানে হারিয়ে সহজ জয় পেল বাংলা। প্রথম ম্যাচে বাংলার জয়ের নায়ক অবশ্যই অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এবং কাইফ আহমেদ। এই দুই ব্যাটসম্যানের অর্ধশতরানে ভর করে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে বাংলা। জবাবে মাত্র ২৪৫ রানেই গুটিয়ে যায় সার্ভিসেস।
ইডেনে এদিন টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠান রজত পালিওয়াল। ব্যাট হাতে বাংলা ইনিংসের শুরুটা দারুণ করেন দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী এবং বিবেক সিং। ওপেনিং জুটিতে মূল্যবান ৭১ রান তোলেন দু’জনে। কিন্তু পরপর দু’ওভারে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলা। এরপর তৃতীয় উইকেটে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক অনুষ্টুপ। তৃতীয় উইকেটে ফের একটা দুর্দান্ত পার্টনারশিপের সাক্ষী থাকে বাংলা। অভিমন্যু-অনুষ্টুপ জুটিতে যোগ হয় ৯২ রান।
অর্ধশতরান পূর্ণ করার পর দলীয় ১৬৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৮ রানে আউট হন অধিনায়ক অনুষ্টুপ। বাংলা অধিনায়কের ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। এরপর ক্রিজে নামেন কাইফ আহমেদ। কাইফের সঙ্গে জুটিতে ৪১ রান যোগ করে ব্যক্তিগত ৩৯ রানে আউট হন অভিমন্যু। অভিমন্যু আউট হওয়ার পর শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে বাংলা ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কাইফ। ৪৬তম ওভারে ঋত্বিক চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষমেষ ৫৩ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং ২টি ছয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩১৫ রান তোলে বাংলা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদের সম্মুখীন হয় সার্ভিসেস। পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যে ৩ উইকেট খুঁইয়ে বসে তারা। অধিনায়ক রজত পালিওয়াল একা ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও তাঁকে সঙ্গ দেওয়ার মত কেউ ছিলেন না। ষষ্ঠ উইকেটে পুলকিত নারাগের সঙ্গে জুটি বেঁধে ৭৭ রান যোগ করলেও তা পর্যাপ্ত ছিল না সার্ভিসেসের জন্য। ১০২ বলে ৯০ রান করে এরপর আউট হন পালিওয়াল। নারাগ করেন ৫৩ রান। কিন্তু টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় দু’বল বাকি থাকতেই ২৪৫ রানে শেষ হয়ে যায় সার্ভিসেস। বাংলার হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট অর্ণব নন্দীর। আগামী ২৩ ফেব্রুয়ারি এলিট গ্রুপ ‘ই’র দ্বিতীয় ম্যাচে চন্ডীগড়ের মুখোমুখি বাংলা।