চেন্নাই, ৮ ফেব্রুয়ারি: ১১ বছর পর দেশের মাটিতে ফলো-অনের লজ্জার সামনে পড়ল ভারত। কিন্তু বোলারদের বিশ্রাম দিতেই ভারতকে ফলো-অন করালেন না ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তা নাহলে কোহলিরা আরও সমস্যায় পড়তে পারতেন। কারণ, চিপকের উইকেটের অবস্থা খারাপ। ভারতের প্রথম ইনিংস ৩৩৭ রানে শেষ হয়ে যাওয়ার পর অশ্বিনের ঘূর্ণিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১৭৮ রানে গুটিয়ে গেল। অশ্বিন একাই তুলে নিলেন ৬ উইকেট। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পাওয়ায় ভারতের সামনে টেস্ট জেতার জন্য টার্গেট দাঁড়ায় ৪২০ রানের। তৃতীয় দিনের শেষেই বোঝা গিয়েছিল ভারতের হাত থেকে কার্যত প্রথম টেস্ট বেরিয়ে গিয়েছে। চতুর্থ দিনের শেষে সেটাই আরও স্পষ্ট। অলৌকিক কিছু না ঘটলে ভারতের এই টেস্ট জেতার কোনও সম্ভাবনা নেই। উল্টে এখন যা অবস্থা, তাতে বিরাট কোহালিদের লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য। চতুর্থ দিনের শেষে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৯/১। ক্রিজে রয়েছেন শুভমান গিল (১৫) এবং চেতেশ্বর পূজারা (১২)।
আগের দিন ২৫৭/৬ নিয়ে শুরু করে চতুর্থ দিন কতক্ষণ লড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর, ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল সে দিকেই। প্রতিকূল পরিস্থিতিতে দু’জনেরই ব্যাট করার অভিজ্ঞতা আগে রয়েছে। সেভাবেই শুরু আর্চার, অ্যান্ডারসন, ডম বেসদের সামলে লড়ে যাচ্ছিলেন তাঁরা। এরপরে যাঁরা ছিলেন তাঁদের পক্ষেও দীর্ঘক্ষণ উইকেটে টিকে থাকা সম্ভব ছিল না। হয়ওনি। একদিকে সুন্দর ধরে রাখলেও অপরদিকে শাহবাজ নাদিম, ইশান্ত শর্মারা নড়বড়ে ছিলেন। শেষমেশ ৩৩৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।
এরপর ইংল্যান্ড ভারতকে ফলো-অন না করানোয় শুরু হয় অশ্বিনের ভেলকি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৮ রানে গুটিয়ে গেলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এই পিচে ৪২০ রান তাড়া করে জেতা কার্যত অসম্ভব।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় গিয়ে ম্যাচ বাঁচানো বা বড় রান তাড়া করে জেতা, দুই-ই করে দেখিয়েছে ভারত। কিন্তু সেখানে পিচে কোনও জুজু ছিল না। চিপকের পিচ দ্বিতীয় দিন থেকেই খারাপ হতে শুরু করেছে। তার উপর পঞ্চম দিনে নতুন বল নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জ্যাক লিচ এবং ডম বেস। তাই জয় দূর স্বপ্ন, টেস্ট বাঁচানোই একমাত্র রাস্তা। মঙ্গলবার কোহলিদের কাছে সেই কাজটাই কঠিন করে দিতে পারেন ইংরেজ বোলাররা।