Home খেলাধুলাক্রিকেট টানা ৪ টেস্ট হেরে প্রশ্নের মুখে নেতা কোহলি

টানা ৪ টেস্ট হেরে প্রশ্নের মুখে নেতা কোহলি

by Kolkata Today

চেন্নাই, ৯ ফেব্রুয়ারি: অ্যাডিলেডের পর চেন্নাই। টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্বে ফের হার ভারতের। বিরাট-নেতৃত্বে ফের হার নিয়েই উঠছে প্রশ্ন। অস্ট্রেলিয়ায় পিছিয়ে থেকে ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে৷ কিন্তু ঘরের মাঠে বিরাট নেতৃত্বে হারের রেকর্ড। ২২ বছর পর চিপকে টেস্ট হারল ভারত৷

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড৷ কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া টেস্ট হেরে চলেছে৷ এই নিয়ে কোহলির নেতৃত্বে টানা চার টেস্টে হারল ভারত৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত বছর দু’ টেস্টের সিরিজ ২-০ হারের পর চলতি বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট হারে কোহলি অ্যান্ড কোং। বিরাটের নেতৃত্বে অ্যাডিলেড ওভালে অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে হেরেছিল টিম কোহলি। পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ অলআউটের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে। কিন্তু প্রথম টেস্টের পর কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরার পর রাহানের নেতৃত্বে সিরিজ জেতে ফেরে টিম ইন্ডিয়া৷ মেলবোর্নে বক্সিং-ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফিরেছিল রাহানের ভারত৷ তারপর সিডনিতে ড্র এবং ব্রিসবেনে ঐতিহাসির টেস্ট জিতে সিরিজ জিতেছিল ভারতীয় দল৷

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজে দলে ফিরেই নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নেন কোহলি৷ বাবা হওয়ার পর এটাই ছিল বিরাটের প্রথম টেস্ট৷ কিন্তু প্রথম টেস্টেই রুটবাহিনীর সামনে লজ্জাজনক হার কোহলির দলের। মঙ্গবার চেন্নাই টেস্টে হারের সঙ্গে সঙ্গে ঘরের মাঠে ২০১৭ সালের পর কোনও টেস্ট ম্যাচ হারল ভারত৷ গত চার বছরে ঘরের মাঠে কোনও টেস্ট হারেনি টিম ইন্ডিয়া৷ অর্থাৎ টানা ১৪টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল ভারতের৷

চিপকেও হারের রেকর্ড ভাঙেন কোহলি৷ চিপকে ভারত শেষবার টেস্ট হেরেছিল ১৯৯৯ সালে৷ তারপর আটটি টেস্টে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু এদিন ভারতের অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে দেয় রুটবাহিনী৷ দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যান বিরাট ৭২ রানের ইনিংস খেললেও নেতা কোহলির ভাঁড়ার শূন্য৷ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৩ ফেব্রুয়ারি এই চিপকেই।

Related Articles

Leave a Comment