নিজস্ব প্রতিবেদন: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। এক অটো চালকের মেয়ের মিস ইন্ডিয়া রানার্স আপ হওয়ার ঘটনা সামনে আসার পরেই সামনে এল এক টেম্পো চালকের ছেলের কোটিপতি হওয়ার খবর। না, অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে কোটি টাকা জেতেননি তিনি। আসন্ন ২০২১ আইপিএলে এক অনামি ক্রিকেটার চেতন সাকারিয়া। রাজস্থান রয়্যালস শিবিরে নাম লিখিয়েছেন তিনি। নিলামে ১ কোটি ২০ লাখ টাকায় তাঁকে কিনেছে রাজস্থান রয়্যালস।
২২ বছরের চেতন বাঁ-হাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চেতনের খেলা দেখার পরই তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় রয়্যালস ম্যানেজমেন্ট। পারিবারিক বাধা, চরম আর্থিক অনটন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। সব প্রতিকূলতা জয় করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন চেতন সাকারিয়া। গুজরাটের ভাবনগর জেলার ভারতেজ নামে একটি ছোট্ট গ্রামে জন্ম তাঁর। চেতনের বাবা একজন টেম্পো চালক। খুব কষ্টে সামান্য কিছু উপার্জন করে সংসার চালান। বাড়িতে এখনও টেলিভিশন সেট নেই। ছেলের খেলা দেখতে ভরসা প্রতিবেশী বা বন্ধুদের বাড়ির টিভি। দারিদ্রতার জন্যই শুরুর দিকে বাড়ি থেকে সেইভাবে উৎসাহ পাননি।
জেলাস্তরে স্কুল ক্রিকেট খেলতে খেলতেই এক অ্যাকাডেমি কোচের নজরে পড়ে যান চেতন। তারপর অ্যাকাডেমিতে ভর্তি হয়ে প্রশিক্ষণ শুরু। খুব তাড়াতাড়ি সৌরাষ্ট্রের অনূর্ধ্ব ১৬ দলে সুযোগ পান। এরপর অনূর্ধ্ব ১৯ দলে। এই সময় ক্রিকেট খেলার জন্য উপযুক্ত জুতো ছিল না চেতনের। একদিন নেটে সৌরাষ্ট্রের ক্রিকেটার শেলডন জ্যাকসনকে বোল্ড করে তাঁর থেকে স্পাইক জুতো উপহার পান চেতন। এইভাবেই বিভিন্ন সময় নেট বোলার হিসাবে তারকা ক্রিকেটারদের আউট করে বিভিন্ন উপহার পেয়েছেন। আইপিএলের সৌজন্যে দরিদ্র পরিবারের সেই চেতনই হলেন রাতারাতি কোটিপতি।
কিন্তু এমন একটা খুশির খবর সেলিব্রেট করার উপায় নেই সাকারিয়া পরিবারে। ঈশ্বর বোধহয় এমন প্রতিভাবানদের জীবনে বারেবারেই পরীক্ষা নেন। কিছুদিন আগেই চেতন যখন বোর্ডের মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন তখন তাঁর দাদা রাহুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু দাদার মর্মান্তিক মৃত্যুর খবর চেতনকে জানায়নি পরিবার। পাছে খেলায় বিঘ্ন ঘটে। সম্প্রতি বাড়ি ফেরার পর ঘটনা জানতে পারেন। চেতন চান, জাতীয় দলের হয়ে খেলে স্বপ্নপূরণ করে প্রয়াত দাদা’র আত্মাকে শান্তি দিতে। ব্যক্তিগতভাবে আরও এক লক্ষ্য রয়েছে চেতনের। বোনের বিয়ে দেওয়া আর বাবা-মা’র জন্য রাজকোটে একটা বাড়ি কেনা। কোটিপতি চেতন সাকারিয়া তাঁর স্বপ্নপূরণের লক্ষ্যে ঠিক পথেই এগোচ্ছেন।