নিজস্ব প্রতিনিধিঃ সুপার সাব ডেভিড উইলিয়ামসের গোলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। ম্যাচের শেষলগ্নে গোল পান তিনি। জাভির কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে যান উইলিয়ামস। প্রথম থেকেই দুদলই আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারছিল না কোনও দলই। ডেভিড উইলিয়ামস, জয়েস রানে ও কোমল থাটালকে নামিয়ে মাস্টার স্ট্রোক দেন আন্তনিও লোপেজ হাবাস। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল এটিকে মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। ছয় নম্বরে থাকা চেন্নাইয়িন এফসি-র পয়েন্ট ১৩ ম্যাচে ১৫।