নিজস্ব প্রতিনিধিঃ সাত বছর পর আই লিগের প্রথম ডিভিশনে উঠেছে দল। কিন্তু বড় বাজেটের দল গড়েও আই লিগে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি মহমেডান স্পোর্টিং। প্রথম ম্যাচে নবাগত সুদেবা এফসিকে একমাত্র গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চার্চিলের বিরুদ্ধে ড্র। মঙ্গলবার নতুন লড়াই সাদা-কালো শিবিরের। সামনে মণিপুরের ক্লাব ট্রাউ এফসি।
বছর দুয়েক আগে ট্রাউ এফসি-কে আই লিগ দ্বিতীয় ডিভিশনে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল মহমেডান। তবে এবার পরিস্থিতি আলাদা। বড় বাজেটের দল গড়লেও সাদামাটা পারফরম্যান্স । চোট-আঘাত ও বিতর্কে জর্জরিত সাদা-কালো শিবির। এমন অবস্থায় মঙ্গলবার কল্যাণীতে ট্রাউয়ের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ কিংসলে-জামাল ভুঁইয়াদের কাছে।
চিন্তার কারণ, মাত্র দুটো ম্যাচ হওয়ার পরেই দুই বিদেশি চোটের তালিকায় নাম লিখিয়েছেন। ঘানা থেকে আসা মিডফিল্ডার মহম্মদ ফাতাউ চোটে কাবু। তিনি ট্রাউ এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না। চোটের কবলে পড়েছেন নাইজেরিয়ায় স্ট্রাইকার রাফায়েল। যদিও তাঁকে খেলানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের আইকন জামাল ভূঁইয়া ও সেন্ট্রাল ডিফেন্ডার কিংসলেকে নিয়েই মাঠে নামতে হবে হেড কোচ হোসে হেভিয়াকে।
এদিকে হেভিয়ার পারফরম্যান্সেও কর্মকর্তারা সন্তুষ্ট নন। এমন অবস্থায় কোমরন তুর্শনভ, বিদ্যাসাগর সিংহদের বিরুদ্ধে দল কতটা মেলে ধরে সেটাই দেখার। সুদেভা এফসি-র বিরুদ্ধে ১ গোলে জিতে আই লিগ অভিযান শুরু করলেও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে একাধিক গোল নষ্ট করে সাদা-কালো বাহিনী। তবে ডিফেন্স ভাল খেলেছে। কিন্তু মাঝমাঠ ঠিকঠাক কাজ করছে না। তাই ট্রাউয়ের বিরুদ্ধে প্লে মেকার তীর্থঙ্কর সরকারকে খেলানো হতে পারে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দুই নম্বরে থাকলেও দল এখনও ছন্দ খুঁজে পায়নি। পুরোপুরি মেলে ধরতে ব্যর্থ। সেটা মেনে নিয়েছেন হোসে হেভিয়া। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গোলের সহজ সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে চিন্তা আর বাড়ে। আমরা দুটো ম্যাচেই একাধিক গোল নষ্ট করেছি। তবে অতীত নিয়ে ভেবে আর লাভ নেই। বরং আগামী ম্যাচগুলোতে আগ্রাসী মনোভাব নিয়ে পারফরম্যান্স করতে হবে।’