নিজস্ব প্রতিনিধিঃ কোচকে ছাড়া ব্লুজদের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার কাজটা সহজ ছিল না। কিন্তু শনিবার সেটাই করে দেখাল এসসি ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিতীয় জয় তুলে নিল । কোচকে ছাঁটাই করেও কাঙ্ক্ষিত জয় পেতে ব্যর্থ বেঙ্গালুরু। অন্যদিকে কোচ রবি ফাওলারকে বাইরে রেখেই বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল এসসি ইস্টবেঙ্গল।
ম্যাচের ২০ মিনিটে মাত্তি স্টেইনম্যানের করা অনবদ্য একটি গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ বাহিনী। নারায়ণ দাসের পাস ডান পায়ের দুরন্ত ফ্লিকে জালে জড়িয়ে দেন জার্মান মিডফিল্ডার।
টানা চারটি ম্যাচে হারতে হল বেঙ্গালুরু এফসি-কে। এসসি ইস্টবেঙ্গলকে দ্বিতীয়ার্ধে বাঁচাল গোলকিপার দেবজিৎ মজুমদারের বিশ্বস্ত হাত। একসময় মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু দেবজিৎ ফের ‘সেভজিত’ হয়ে উঠে সুনীলদের সব আক্রমণ রুখে দিলেন। তিনটি সেভ করে তিনিই ম্যাচের সেরা। সুনীলের দু’টি শট ছাড়াও এরিক পারতালুর একটি শট দারুণ ভাবে বাঁচিয়ে দেন।
১০ ম্যাচে ১০ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের। তবে লিগ টেবিলে জায়গার পরিবর্তন হল না। তারা থাকল ৯ নম্বরেই।