হায়দরাবাদ, ২১ জানুয়ারি: গাব্বায় ভারতের ‘অজি বধ’-এর অন্যতম নায়ক তিনি। আইপিএল খেলে দুবাই থেকে অস্ট্রেলিয়া পৌঁছনোর পরের দিনেই বাবাকে হারান মহম্মদ সিরাজ। তবুও দেশের প্রতি কর্তব্য করতে বাবা’র শেষ যাত্রায় সামিল হতে পারেননি সিরাজ। কারণ, বাবা চেয়েছিলেন ছেলে দেশের হয়ে খেলুক। বাবার স্বপ্নপূরণ করতেই অস্ট্রেলিয়ায় থেকে যান সিরাজ। কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না। সিরিজ শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরেই হায়দরাবাদ বিমানবন্দর থেকে সোজা বাবা’র সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে চলে যান টিম ইন্ডিয়ার তরুণ পেসার।
শেষ টেস্টে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর সিরাজ বলেছিলেন, এটা বাবা’র আশীর্বাদ। আর এদিন হায়দরাবাদ বিমানবন্দর থেকে বাড়িতে না-ঢুকে গাড়ি নিয়ে সরাসরি চলে যান বাবা’র সমাধিস্থলে। ফুল দিয়ে বাবাকে শ্রদ্ধা জানান টিম ইন্ডিয়ার তরুণ পেসার।
সিরাজ পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বাড়ি যাইনি। বিমানবন্দর থেকে সোজা কবরস্থানে চলে যাই। বাবা’র পাশে বসে কিছুক্ষণ সময় কাটাই৷ কথা বলতে পারিনি ঠিকই, কিন্তু সমাধিতে ফুল দিয়ে বাবাকে শ্রদ্ধা জানিয়েছি। তারপর বাড়ি ফিরি। মায়ের সঙ্গে দেখা হতে মা কাঁদতে শুরু করে। আমি মাকে সান্তনা দিই। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে৷ ৬-৭ মাস বাড়ির বাইরে ছিলাম। আমার বাড়ি ফেরার অপেক্ষায় ছিল মা। আমি কবে ফিরব, তারই দিন গুনত।’
কেরিয়ারের তৃতীয় টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়ে নজির গড়েন সিরাজ৷ টেস্ট ক্রিকেটে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেন ভারতীয় এই পেসার৷ সেই সঙ্গে গাব্বায় পঞ্চম ভারতীয় বোলার হিসেবে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে এরাপল্লী প্রসন্ন, বিষেণ সিং বেদী, মদন লাল ও জাহির খানের পাশে জায়গা করে নেন হায়দরাবাদের ২৬ বছরের যুবক।
মেলবোর্নে বক্সিংডে টেস্টে অভিষেক হয় সিরাজের৷ অভিষেকেই বল হাতে নজর কেড়েছিলেন হায়দরাবাদের তরুণ৷ সিডনিতে দ্বিতীয় টেস্টে মাত্র দু’টি উইকেট পেয়েছিলেন৷ ব্রিসবেনে প্রথম ইনংসে একটি মাত্র উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান সিরাজ৷ মাত্র তৃতীয় টেস্টেই এই কৃতিত্ব ছুঁয়ে ফেললেন সিরাজ৷ সিডনি ও ব্রিসবেনে গ্যালারি থেকে বর্ণবৈষম্যের শিকার হতে হয় সিরাজকে। কিন্তু সমস্ত অপমান, ব্যক্তিগত ক্ষতি, যাবতীয় প্রতিকূলতা সামলে লাল বল হাতে জবাবটা দিয়েছেন মহম্মদ সিরাজ।অস্ট্রেলিয়া সফরে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন সিরাজ। তিন ম্যাচে সিরাজের ঝুলিতে ১৩টি উইকেট।