কলকাতা, ১১ ফেব্রুয়ারি: বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে ধুন্ধুমার, ভাঙল ব্যারিকেড৷ ইটবৃষ্টি, পাল্টা জলকামান -কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে৷ পুলিশের লাঠির ঘায়ে আহত বেশ কয়েকজন।
ডোরিনা ক্রসিংয়ে রণক্ষেত্র চেহারা। বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে ধুন্ধুমার। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা,পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি৷ পাল্টা মিছিলে লাঠিচার্জ পুলিশের৷ তাছাড়া কাঁদানে গ্যাস-জলকামান ব্যবহার করা হয়। পুলিশের সঙ্গে বাম সমর্থকদের ধাক্কাধাক্কি,তাতে আহত হয়েছেন ডিসিপি সহ বেশ কয়েকজন পুলিশকর্মীও। অন্যদিকে পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন৷ কয়েকজনের মাথা রক্ত বেরিয়েছে৷ একজনের চোখের আঘাত গুরুতর।তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ৭৫ জন বামকর্মী ভর্তি আছেন ক্যালকাটা মেডিক্যালে।
বাম যুবকর্মীদের প্রতিরোধ করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে এলুমিনিয়ামের ব্যারিকেড দেওয়া হয়েছিল৷ নবান্নের সামনে পুলিশ পিকেট বাড়ানো হয়। শহর জুড়ে প্রায় ৪,০০০-র বেশি পুলিশকর্মীকে মোতায়েন করা হয়। হাওড়া স্টেশন থেকে এসএন ব্যানার্জি রোড সর্বত্র পুলিশ পিকেট বসানো হয়। তিন স্তরে ছিল নিরাপত্তা৷ ছিল ব়্যাফ,মহিলা পুলিশ বাহিনী।
এদিন সকালেই নবান্নের গেটের সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দফায়-দফায় বাম ছাত্র-যুবরা নবান্নে বিক্ষোভ করায় গ্রেফতার করা হয়েছে বাম বিধায়ক সহ ১০ জনকে। এমনটাই সূত্রের খবর৷