কলকাতা টুডে ব্যুরো:লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তাঁর স্বাস্থ্য আবার খারাপ হয় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ কিন্তু সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে ৯২ বছরের তা মঙ্গেশকর ৬ সেপ্টেম্বর প্রয়াত হলেন৷
বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘‘ লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ তাঁর মধুর সঙ্গীত ক্ষ লক্ষ মানুষকে ছুঁয়েছে৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷ ’’
Deeply saddened to hear about the demise of Lata ji. Her melodious songs touched millions of people around the world. Thank you for all the music and the memories. My deepest condolences to the family & the loved ones. 🙏
— Virat Kohli (@imVkohli) February 6, 2022
হরভজন সিংও দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন৷ প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘‘‘‘লতাজী-র প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷”
लता जी के निधन के बारे मे सुनकर बहुत दुख हुआ। आपकी आवाज़ हमारे दिलो मे हमेशा ज़िंदा रहेंगी 🙏🙏🙏 कोटि कोटि प्रणाम #LataMangeshkar जी pic.twitter.com/tRGMQOGRgj
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 6, 2022
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইটারে লেখেন, “ভারতরত্ন লতামঙ্গেশকর দিদির মৃত্যুর খবর পেয়ে ভীষণ কষ্ট বোধ করছি। তাঁর কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের প্রতি সমবেদনা। ওম শান্তি।”
Pained to receive news of Bharat Ratna #LataMangeshkar didi's demise. Her voice and melodies will remain immortal. Condolences to her family, friends and millions of fans all over the world.
ॐ शांति pic.twitter.com/SwSkZmuwqO— VVS Laxman (@VVSLaxman281) February 6, 2022
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর টুইটারে লেখেন, “কিংবদন্তিরা অনন্তকাল বেঁচে থাকেন! কেউ তাঁর মত হতে পারবে না।”
Legends live for eternity! No one will ever be like her! #LataMangeshkar pic.twitter.com/qk5eFX5qcf
— Gautam Gambhir (@GautamGambhir) February 6, 2022
Topics
Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkata