Home খেলাধুলাক্রিকেট নাইটেঙ্গেল লতামঙ্গেসকারের প্রেমী ক্রিকেট জগতে শোকের ছায়া

নাইটেঙ্গেল লতামঙ্গেসকারের প্রেমী ক্রিকেট জগতে শোকের ছায়া

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তাঁর স্বাস্থ্য আবার খারাপ হয় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ কিন্তু সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে ৯২ বছরের তা মঙ্গেশকর ৬ সেপ্টেম্বর প্রয়াত হলেন৷

বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘‘ লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ তাঁর মধুর সঙ্গীত ক্ষ লক্ষ মানুষকে ছুঁয়েছে৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷ ’’

হরভজন সিংও দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন৷ প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘‘‘‘লতাজী-র প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷”

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণ টুইটারে লেখেন, “ভারতরত্ন লতামঙ্গেশকর দিদির মৃত্যুর খবর পেয়ে ভীষণ কষ্ট বোধ করছি। তাঁর কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর টুইটারে লেখেন, “কিংবদন্তিরা অনন্তকাল বেঁচে থাকেন! কেউ তাঁর মত হতে পারবে না।”

Topics

Lata Mangeshkar Singer Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles