চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি: ২০২১ আইপিএলের জন্য বৃহস্পতিবার ছিল কার্যত মিনি নিলাম। আট ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের ফাঁকফোকর ভরাট করতে নেমেছিল। সেখানে শুরুতে শান্ত থাকলেও স্লগ ওভারে বেশ ঝোড়ো ব্যাটিং করল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। একদিকে যেমন ঘরে ফিরলেন ওপার বাংলার শাকিব আল হাসান। অন্যদিকে, অভিজ্ঞ হরভজন সিং, বেন কাটিং, করুণ নায়ারদের নিলাম থেকে নিল কেকেআর। শাকিব ছাড়া আর এক প্রাক্তন নাইট শেলডন জ্যাকসনকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিল কলকাতা।
এদিন নিলামের প্রথম দিকে কিছু প্লেয়ারের জন্য ঝাঁপালেও তাদের কিনতে পারেনি শাহরুখের দল। মূলতঃ অলরাউন্ডারের খোঁজে ছিল নাইট ম্যানেজমেন্ট। কৃষ্ণাপ্পা গৌথাম, ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে না পেলেও বেন কাটিংকে মাত্র ৭৫ লাখ টাকায় কিনল নাইট ফ্র্যাঞ্চাইজি। আইপিএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। পঞ্জাবের ছেড়ে দেওয়া করুণ নায়ার ও অলরাউন্ডার পবন নেগিকে ৫০ লাখের বেস প্রাইসে দলে নিল কেকেআর। তবে এদিন নাইটদের সবচেয়ে বড় চমক হরভজন সিংকে ২ কোটিতে কিনে নেওয়া। পঞ্জাব, মুম্বই, চেন্নাই ঘুরে এবার কলকাতায় এলেন ভাজ্জি। দলে তাঁর উপস্থিতি কুলদীপ, বরুণদের মতো মতো স্পিনারদের যথেষ্ট সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, সাত বছর পর আইপিএলে দল পেলেন চেতেশ্বর পূজারা। ধোনির চেন্নাই সুপার কিংস ভারতীয় টেস্ট দলের মিস্টার ডিপেন্ডবলকে নিল নিলাম থেকে। আইপিএলে ফিরতে পেরে দারুণ খুশি পূজারা।