মেলবোর্ন, ১ জানুয়ারি: সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ইতিমধ্যেই মেলবোর্নে টিম হোটেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা৷ অনুশীলনও শুরু করে দিয়েছেন। শুক্রবার রোহিতকে সিরিজে শেষ দু’টি টেস্টের জন্য অজিঙ্ক রাহানের ডেপুটি ঘোষণা করল বিসিসিআই। মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছিলেন চেতেশ্বর পূজারা। দলে ফিরেই হিটম্যানের কাঁধে সহ-অধিনায়কের দায়িত্ব। শুক্রবার নববর্ষের প্ৰথম দিনেই নেটে নেমে পড়েছেন রোহিত শর্মা। নাগাড়ে থ্রো-ডাউন নিয়ে নিজের রক্ষণ জমাট রাখার অনুশীলন করে গিয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান। মায়ানক না হনুমা, কার জায়গায় রোহিতকে সিডনি টেস্টে খেলানো হয় সেটাই দেখার।
সিডনিতে করোনা সংক্রমণ বাড়লেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট সিডনিতেই হবে নির্ধারিত সূচি মেনে। অর্থাৎ এসসিজি-তে ৭ জানুয়ারি থেকে শুরু টেস্ট। পূর্বনির্ধারিত সূচি অনুয়ায়ী ৩১ ডিসেম্বর মেলবোর্ন থেকে সিডনি পৌঁছনোর কথা থাকলেও করোনা সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখেই ভারত-অস্ট্রেলিয়া দুই দলেরই সিডনি পৌঁছনো পিছিয়ে দেওয়া হয়৷ টেস্টের ৭২ ঘণ্টা আগে ৪ জানুয়ারি দুই দল সিডনি পৌঁছবে। ততদিন মেলবোর্নেই অনুশীলন করবেন রাহানে-স্মিথরা।
এদিকে নতুন বছরের প্রথম দিন সিরিজের শেষ দুটি টেস্টের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করলেন নির্বাচকরা। চোট পাওয়া উমেশ যাদবের পরিবর্ত হিসেবে টি নটরাজনের নাম ঘোষণা করে বিসিসিআই৷ এদিন এক বিবৃতি দিয়ে বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, ‘জাতীয় নির্বাচক কমিটি স্কোয়াডে উমেশের পরিবর্ত হিসেবে টি নটরাজনের নাম জানিয়েছে৷ বক্সিং-ডে টেস্টের ঠিক আগে মহম্মদ শামির পরিবর্ত হিসেবে দলের সঙ্গে রয়েছেন শার্দুল ঠাকুর৷ সিডনি টেস্টে অবশ্য নটরাজন বা সাইনি নন, শার্দূলের খেলার সম্ভাবনা বেশি।
অ্যাডিলেডে প্রথম টেস্টে ডান হাতে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে যান মহম্মদ শামি৷ উমেশ ও শামি দু’জনেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাব করবেন।