Home খেলাধুলাক্রিকেট পন্ত, পূজারা লড়লেও ডম বেসের স্পিন ছোবলে ফলো-অনের ভ্রুকুটি বিরাট শিবিরে

পন্ত, পূজারা লড়লেও ডম বেসের স্পিন ছোবলে ফলো-অনের ভ্রুকুটি বিরাট শিবিরে

by Kolkata Today

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি: ডম বেসের ঘূর্ণি সামলে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্তের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশনে যেখানে শেষ করেছিলেন তৃতীয় সেশনে ঠিক সেখান থেকেই শুরু করেছিলেন পূজারা ও পন্ত। চা-বিরতির পরেও ঝোড়ো গতিতেই রান তুলছিলেন পন্ত। সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন ‘মিস্টার ডিপেন্ডবল’ পূজারা। কিন্তু তৃতীয় সেশনে জুটিতে শতরান পূর্ণ করার পরেই ডম বেসের তৃতীয় শিকার হন পূজারা।

এরপর নিশ্চিত শতরান হাতছাড়া করে বেসের চতুর্থ শিকার হয়ে পন্ত ফিরতেই ফলো-অনের ভ্রুকুটি গ্রাস করে ভারতীয় শিবিরে। ২২৫ রানে ৬ উইকেট খুঁইয়ে বসে টিম ইন্ডিয়া। যদিও দিনের বাকি সময়টা সপ্তম উইকেট জুটিতে নির্ভরতা দেন ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৭ রান তুলেছে টিম ইন্ডিয়া। রুটদের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে কোহলিরা। আর ফলো-অন বাঁচাতে ভারতের দরকার এখনও ১২২ রান। সবমিলিয়ে প্রথম টেস্টের তৃতীয়দিনের শেষে বড়সড় অ্যাডভান্টেজ ইংল্যান্ড।

পঞ্চম উইকেটে এদিন পন্তের সঙ্গে জুটি বেঁধে ১১৯ রান যোগ করেন পূজারা। অর্ধশতরান পূর্ণ করেছিলেন চা-বিরতির আগেই। আর দিনের অন্তম সেশনে ব্যক্তিগত ৭৩ রানে ইংরেজ অফ-স্পিনার ডম বেসের শিকার হন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। চা-বিরতির আগে অর্ধশতরান পূর্ণ করা পন্ত অন্যদিকে ঝোড়ো গতিতেই এগোচ্ছিলেন শতরানের দিকে। কিন্তু ফের নব্বইয়ের ঘরে গিয়ে নিরাশ করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৯টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৯১ রান করে দেশের মাটিতে তৃতীয়বার শতরানের দোরগোড়া থেকে ফিরলেন পন্ত। পূজারার ১৪৩ বলে ৭৩ রানের ইনিংস সাজানো ছিল ১১টি বাউন্ডারির সাহায্যে।

এর আগে তৃতীয়দিনের শুরুতে শেষ দুই উইকেটে ২৩ রান যোগ করে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। রুটের ঐতিহাসিক দ্বিশতরানে ভর করে প্রথম ইনিংসে ইংল্যান্ডের পাহাড়প্রমাণ ৫৭৮ রানের সামনে শুরুতে দুই ওপেনারের উকেট হারায় ভারত। প্রথম সেশনেই রোহিত শর্মা এবং শুভমন গিলকে ফিরিয়ে দেন জোফ্রা আর্চার। ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে প্রথম সেশন শেষ করে টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় সেশনে ডম বেসের ঘূর্ণিতে ১১ রানে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। ডেপুটি রাহানে ফেরেন ৪ রানে। এরপরই হাল ধরেছিলেন পূজারা-পন্ত জুটি।

তৃতীয়দিনের শেষে ৬৮ বলে ৩৩ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে, ৮ রানে ক্রিজে সুন্দরের সঙ্গী অশ্বিন। ২৩ ওভার হাত ঘুরিয়ে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ডম বেস। চতুর্থদিন প্রথম সেশনে ইংরেজ বোলারদের সামলে ভারতের অপরাজিত দুই ব্যাটসম্যানের লক্ষ্য থাকবে ফলো-অনের ভ্রুকুটি থেকে দলকে রক্ষা করার।

Related Articles

Leave a Comment