ব্রিসবেন, ১৯ জানুয়ারি: ফ্লুকে নয় অথবা হঠাৎ পড়ে পাওয়া জয় নয়। রীতিমতো পরিকল্পনা করে, অঙ্ক কষে ব্রিসবেনে অজি-বধ করেছে ভারত। অধিনায়ক অজিঙ্ক রাহানে সেটাই ম্যাচ ও সিরিজ জিতে উঠে বলে দিলেন। জয়ের কথা আদৌ ভারত ভেবেছিল কিনা, জানতে চাওয়া হলে খেলা শেষ হওয়ার পর পুরস্কার-মঞ্চে দাঁড়িয়ে ভারতের স্টপ গ্যাপ ক্যাপ্টেন বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন পূজারার সঙ্গে কথা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম, পূজারা ওর স্বাভাবিক ব্যাটিংটা করবে। আমি রানের জন্য ঝাঁপাব। কারণ আমরা জানতাম এরপর ঋষভ আর মায়াঙ্ক আছে।’ আলাদা করে পূজারার নাম করে রাহানে বলেন, ‘এই জয়ের কৃতিত্ব পূজারার। ও যেভাবে চাপ সামলে খেলল, অসাধারণ।’ শেষে ঋষভ পন্ত না থাকলে যে জয় সম্ভব ছিল না, সে কথা তুলে ধরে রাহানে বলেন, ‘শেষে ঋষভের ইনিংসটা দুর্দান্ত।’
রাহানে বলছেন দলের নতুন অনভিজ্ঞ বোলারদের কথাও। রাহানের কথায়, ‘আসল হল ২০টা উইকেট তুলে নেওয়া। সেই জন্যই আমরা পাঁচজন বোলার খেলাই। আমাদের দলের ভারসাম্যটা তৈরি করে দিয়েছে ওয়াশিংটন সুন্দর। সিরাজ মাত্র দুটো টেস্ট খেলেছে। সাইনি একটা। শার্দূল একটা। নটরাজনের অভিষেক। কৃতিত্ব সবার।’
অ্যাডিলেডে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গ নিয়ে রাহানে বলেন, ‘‘আমরা তারপর ওটা নিয়ে আর কথাই বলিনি। আমরা শুধু নিজেদের খেলাটা খেলতে চেয়েছিলাম। সেটাই করেছি। পুরোটাই দলগত জয়।’
ব্রিসবেনের গাব্বায় খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানান রাহানে। শততম টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার নেথান লায়নকে দলের সবার সই করা জার্সি দেন রাহানে। শেষে মাঠের বাইরেও তিনি সবার মন জয় কর দেন।