নিজস্ব প্রতিনিধিঃ ৮৭ বছরে এই প্রথমবার ঐতিহ্যের রঞ্জি ট্রফি প্রতিযোগিতা হবে না। সমস্যায় পড়েছে ক্রিকেটাররা। বিশেষ করে যাঁদের সংসার চলে রঞ্জি ম্যাচ খেলেই। তাদের জন্য বড় ধাক্কা এবার রঞ্জি না হওয়া।
এই পরিস্থিতিতে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে। যদি বোর্ড এটা নাও দেয়, সিএবি-র মতো রাজ্য ক্রিকেট সংস্থা তাদের ক্রিকেটারদের ক্ষতিপূরণ দিতে চায়।
সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস ‘কলকাতা টুডে’-কে বললেন, ‘আমরা উদ্যোগ নিচ্ছি বাংলার ক্রিকেটারদের আর্থিক সহায়তা দেওয়ার। অনুষ্টুপ মজুমদার, সুদীপ চ্যাটার্জির মতো ঘরোয়া ক্রিকেটার যাদের রোজগার মূলতঃ নির্ভর করে রঞ্জি ম্যাচের উপরেই। তাদের জন্য সিএবি নিশ্চয় কিছু করবে।’
বিসিসিআই শনিবার সমস্ত রাজ্য সংস্থাগুলিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে, কোভিডের কারণে এবার অনেক সময় নষ্ট হয়েছে। তাই রঞ্জি ট্রফির মতো দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা এবারের মতো আয়োজন করা সম্ভব হচ্ছে না। কিন্তু আগামী মাসে বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্ট হবে। এর সঙ্গে আরও দুটো টুর্নামেন্ট মেয়েদের ওয়ানডে ও অনূর্ধ্ব ১৯ বিনু মানকড় ট্রফি প্রতিযোগিতা আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।