নিজস্ব প্রতিনিধিঃ আইএসএল-এর প্রথম পর্বে গত ৭ ডিসেম্বর জামশেদপুর এফসি-র কাছে ১-২ গোলে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। সেবার জোড়া গোল করে সবুজ মেরুন ডিফেন্সকে তছনছ করেছিলেন নেরিজাস ভালস্কিস। আন্তোনিয়ো লোপেজ হাবাস ও তাঁর ছেলেদের কাছে সেই হারের ক্ষত এখনও শুকায়নি। তাই রবিবার ভ্যালেন্টাইনস ডে-তে বদলার লক্ষ্যে নতুন মিশনে নামছে এটিকে মোহনবাগান। তবে সেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে রাজি নন বাগান কোচ-ফুটবলাররা। বরং গোটা দল নিয়েই ভাবছেন দুবারের আইএসএল জয়ী কোচ। কারণ, প্লে-অফ নিশ্চিত করা মোহনবাগানের পরবর্তী লক্ষ্য জোড়া ডার্বি জয়।
এডু গার্সিয়ার হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। মাঠে ফিরতে আরও দিন দশেক সময় লাগবে। ফলে ডার্বি যুদ্ধে দলের মিডফিল্ড জেনারেল নেই। রয় কৃষ্ণা ১২ গোল করে চলতি মরসুমে ‘গোল্ডেন বুট’-এর দাবিদার। তবে সমস্যা হল, টানা ১৬ ম্যাচ খেলার জন্য বেশ ক্লান্ত ফিজির তারকা স্ট্রাইকার। তাই প্লে-অফের কথা মাথায় রেখে দলের প্রধান স্ট্রাইকারকে বিশ্রামে পাঠাতে পারেন হাবাস। শনিবার এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন সবুজ মেরুনের হেড কোচ। বলে দিলেন, ‘রয় প্রতি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছে। ও তো যন্ত্র নয়। তাই ওকে কয়েকটা ম্যাচ বিশ্রাম দিতে পারি।’
কয়েক দিন আগে এই জামশেদপুরকে ২-১ গোলে হারিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। তিনিও কি ভালস্কিস, মোনরয়, গ্রান্ডোদের সহজেই হারাতে পারবেন? হাবাসের বক্তব্য, “ওদের খুব সহজেই পারব কিনা সেটা মাঠে বল গড়ানোর আগে বলা সম্ভব নয়। তবে এই ম্যাচেও একই খিদে নিয়ে ছেলেরা খেলবে। যদিও বিপক্ষে একাধিক ভাল ফুটবলার রয়েছে। লড়াই সহজ হবে না।’ এরপরই হাবাস যোগ করেন, ‘প্লে-অফ নিশ্চিত হলেও এখনও শীর্ষে ওঠা হয়নি। আর সেটাই আমাদের লক্ষ্য। তাই পরবর্তী সবকটা ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আলাদাভাবে ডার্বিকে গুরুত্ব দিতে রাজি নই।’
আগের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান। ডেভিড উইলিয়ামস ছন্দে না থাকলে কী হবে, ব্রাজিলিয়ান মার্সেলিনহো দলে আসার পর আক্রমণভাগের ধার বেড়েছে। সঙ্গে রয়েছেন তরুণ মনবীর সিং। তাই হাবাস বুঝিয়ে দিলেন পরের ম্যাচগুলোতে তাঁর দলের ফুটবলাররা আক্রমণাত্মক মেজাজেই খেলবে।