Home খেলাধুলাফুটবল ফিট হয়ে ফাওলারের দলে ফিরছেন চুলোভা, বাতিল সামাদ পঞ্জাবের পথে

ফিট হয়ে ফাওলারের দলে ফিরছেন চুলোভা, বাতিল সামাদ পঞ্জাবের পথে

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ রিহ্যাব করে চোট সারিয়ে লালরাম চুলোভা ফিরছেন রবি ফাওলারের লাল-হলুদ শিবিরে। চুলোভাকে পেয়ে যাওয়ায় স্বস্তি ফিরছে গোয়ায় ইস্টবেঙ্গল শিবিরে। তবে সূত্রের খবর, নর্থ ইস্ট ইউনাইটেড থেকে লোনে গোলকিপার শুভাশিস রায়চৌধুরীকে নিচ্ছে না লাল-হলুদ ম্যানেজমেন্ট। ট্রান্সফার ফি নিয়ে সমস্যায় পিছিয়ে গেল ইস্টবেঙ্গল। ফেডারেশনের মাধ্যমে আনোয়ারকে পেতেও আর চেষ্টা করছে না ফাওলারের দল। কোচ ফাওলার একজন ভারতীয় মিডফিল্ডার চাইছিলেন। সেইমতো জামশেদপুর এফসি-র অমরজিত সিংকে নেওয়ার চেষ্টা করছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট।

এদিকে ইস্টবেঙ্গল থেকে বাতিল হয়ে যাওয়া রাইটব্যাক সামাদ আলি মল্লিককে আই লিগে খেলতে দেখা যাবে। তাঁকে দলে নিতে চাইছে রাউন্ড গ্লাস পঞ্জাব এফসি। এই মরশুমে আইএসএলে রবি ফাউলারের দলে থাকলেও একটাও ম্যাচ না খেলা সামাদকে রিলিজ করে দেয় ইস্টবেঙ্গল। তারপর থেকেই ‘ফ্রি’ ফুটবলার তিনি।তবে কোন শর্তে পঞ্জাবের ক্লাবে খেলবেন তিনি, সেটা নিয়েই আলোচনা চলছে।

আর এক লাল-হলুদের বাতিল লালরিনডিকা রালতেও গেলেন আই লিগের ক্লাবে। সই করেছেন রিয়েল কাশ্মীরে। আইএসএলের ক্লাব থেকে আই লিগের ক্লাবে এলেন আরও এক ফুটবলার। জানুয়ারি উইন্ডোয় নর্থ ইস্ট ইউনাইটেড থেকে লোনে মহমেডানে এলেন উইঙ্গার নিখিল কদম।

গত মরশুমে পিয়ারলেসের হয়ে কলকাতা লিগজয়ী দলের সদস্য জীতেন মুর্মুকেও সই করাল পঞ্জাব এফসি। এর আগে মরসুম শুরুর আগেই সবুজ মেরুন জার্সিতে আই লিগজয়ী প্রাক্তন তারকা স্ট্রাইকার পাপা বাবাকর দিওয়ারা ও মিডফিল্ডার জোসেবা বেইতিয়াকে সই করায় পঞ্জাব।

Related Articles

Leave a Comment