কলকাতা টুডে: লিগ টেবিলের ফার্স্ট বয় হয়ে শুক্রবার আইএসএলের ফিরতি ডার্বি খেলতে নামছে এটিকে মোহনবাগান। আর মেগা ম্যাচের আগে এটিকে মোহনবাগানে বসন্তের হাওয়া। ভ্যালেন্টাইন্স ডে-র পরও তাই প্রেমের মেজাজে রয় কৃষ্ণা। এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে হাবাসের দলের গোলমেশিন বলেন, ‘অনেকেই আমার কাছে জানতে চান গোল করে আমার বাঁ হাতের আংটিতে কেন চুম্বন করি! আসলে ওটা আমার স্ত্রী-র দেওয়া আংটি, যে আমার ভাল খেলার অনুপ্রেরণা। ফিজিতে থেকেও ও অনেক ত্যাগ স্বীকার করে আমার জন্য। প্রতিবার গোলের পর তাই আংটিতে চুমু খেয়ে আমি ওকে সম্মান জানাই। আর পরের গোলের জন্য প্রত্যয়ী হয়ে উঠি।’
মঙ্গলবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। ডার্বি জিতে শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া আন্তোনিয়ো লোপেজ হাবাসের ছেলেরা। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাই তিন পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাতে চায় দল। বুধবার অনুশীলনে সেটপিস ও আক্রমণে বৈচিত্র আনার দিকে জোর দিলেন সবুজ-মেরুনের স্প্যানিশ হেডস্যর। লিগ টেবিলের শীর্ষে থাকলেও আত্মতুষ্ট হতে নারাজ এটিকে বাগানের গোলমেশিন। রয় কৃষ্ণা বলেন, ‘লিগ শীর্ষে আছি বলে আমরা আত্মতুষ্ট নই। আমাদের কাছে সব ম্যাচই এখন ফাইনাল। ডার্বি ও তার থেকে আলাদা কিছু নয়। আমরা এসসি ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামছি। তাই সবরকম প্রস্তুতি নিয়েই এই ম্যাচে নামতে চাই আমরা।’
প্রথম পর্বে সহজেই রবি ফাওলারের দলকে হারিয়েছিলেন রয় কৃষ্ণারা। তবে এবার ম্যাচ অতটা সহজ হবে না বলেই মনে করছেন রয়। তিনি বলেন, ‘প্রথম পর্বের তুলনায় এসসি ইস্টবেঙ্গল এখন অনেক শক্তিশালী। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ওদের দলে বেশ কিছু নতুন ভাল ফুটবলার এসেছে। ইস্টবেঙ্গলের রক্ষণ শেষ কয়েকটি ম্যাচে বিপক্ষের অনেক নিশ্চিত গোল বাঁচিয়েছে। ওদের রক্ষণ ভেঙে গোল করাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে, আমাদের সমর্থকদের কথা ভেবে এই ম্যাচে জয় পেতেই হবে।’
প্রথম ডার্বি নিয়ে ভীষণ উত্তেজিত মার্সেলিনহো। ব্রাজিলীয় স্ট্রাইকার বলেন, ‘কলকাতা ডার্বি না খেললেও এই ম্যাচ নিয়ে সমর্থকদের আবেগ আমি ভালোভাবেই জানি। টেলিভিশনে এই ম্যাচ আমি দেখেছি। রঙিন গ্যালারি, সমর্থকদের উদ্দীপনা সবকিছুই থাকে এই ম্যাচে। আমি বিভিন্ন দেশে স্থানীয় কিছু ডার্বি খেলেছি। ফলে জানি ডার্বির গুরুত্ব।’’ সবুজ-মেরুন সমর্থকদের কাছ থেকে নিয়মিত অনেক মেসেজ পাচ্ছেন তিনি। তাদের প্রত্যাশা পূরণ করাই চ্যালেঞ্জ মার্সেলিনহোর সামনে। তিনি বলেন, ‘সমর্থকরা ডার্বিতে গোল করার অনুরোধ জানাচ্ছেন। গোল আমিও করতে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়। সতীর্থরা আমায় জানিয়েছে কলকাতা ডার্বি জয়ের আনন্দই আলাদা। আমি সেই স্বাদ নিতে চাই।’