Home জীবনধারাস্বাস্থ্য বাংলাতেও বার্ড-ফ্লু আতঙ্ক, দুর্গাপুরে হাঁস-মুরগির মড়ক

বাংলাতেও বার্ড-ফ্লু আতঙ্ক, দুর্গাপুরে হাঁস-মুরগির মড়ক

by Kolkata Today

দুর্গাপুর, ১১ জানুয়ারি: একে করোনায় রক্ষে নেই, দোসর বার্ড ফ্লু। করোনা আবহের মধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে ক্রমশ ছড়াচ্ছে বার্ড ফ্লু’র আতঙ্ক। এবার খাস বাংলাতেও বার্ড ফ্লু আতঙ্ক। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বার্ড ফ্লু নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক এলাকার বাসিন্দা আশিস মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর এরপরই দুর্গাপুর জুড়ে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে হাঁস, মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গেই সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি দাবি করেছেন। বার্ড ফ্লু-য়ের কারনেই যে এই ঘটনা ঘটেছে তা এখনই বলা যায় না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে স্থানীয় মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা প্রশাসনের।

অন্যদিকে, মহারাষ্ট্রের পর দেশের রাজধানীতেও নিশ্চিত হল বার্ড ফ্লু। কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, গুজরাত ও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের পাশাপাশি এবার বার্ড ফ্লু’র তালিকায় রয়েছে রাজধানী নয়াদিল্লির নাম। দিল্লিতে ইতিমধ্যে পাখি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। গাজিপুরের বৃহত্তম পাইকারি পোল্ট্রি বাজার অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সাধারণ মানুষকে বার্ড ফ্লু সম্পর্কে সচেতন করার কাজও শুরু হয়েছে। পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে। পাখির মল, লালা, নাক-মুখ বা চোখ থেকে নির্গত পদার্থ থেকে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ডিটারজেন্ট দিয়ে ছাদে রাখা ট্যাঙ্ক, রেলিংগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে। ছোট হাতের জামা না পড়ে ফুলহাতা জামা পড়া উচিৎ।

এতে পাখির মলের সঙ্গে সংস্পর্শে আসার সম্ভাবনা অনেক কম। দোকান থেকে মুরগীর মাংস কেনার পরে ধোওয়ার সময় অবশ্যই হাত এবং মুখে গ্লাভস পড়তে হবে। কাঁচা মাংস বা ডিমও কোনও মানুষকে সংক্রামিত করতে পারে। হাতে স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ। প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মুরগি রান্না করতে হবে। কাঁচা মাংস বা ডিম খাওয়ার ভুল করবেন না বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Related Articles

Leave a Comment