নিজস্ব প্রতিনিধিঃ সুদেবা এফসিকে আই লিগের প্রথম ম্যাচে হারানোর পর বৃহস্পতিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামছে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ মহমেডানের তিনজনের কাছে খুব গুরুত্বপূর্ণ। চার্চিল ম্যাচ এই তিনজনের ভাগ্য নির্ধারণ করতে পারে। এঁরা হলেন স্প্যানিশ কোচ হোসে হেভিয়া, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ও ঘানার মিডফিল্ডার মহম্মদ ফাতাউ।
হেভিয়ার কোচিং নিয়ে সন্তুষ্ট নন ক্লাবের টেকনিক্যাল কমিটির সদস্যরা। রাফায়েল ও ফাতাউ আনফিট, ফর্মে নেই। চার্চিল ম্যাচের পর এই তিনজনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।
এদিকে, সুদেভা এফসি-র বিরুদ্ধে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করলেও দলের পারফরম্যান্সে আরও উন্নতি চান মহমেডান কোচ হোসে হেভিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। তার আগে সা উত্তরে মহমেডান কোচ বললেন, ‘জিতলে ফুটবলাররা আত্মবিশ্বাস পায় এটা সঠিক। কিন্তু শুধু জিতলেই হবে না। পারফরম্যান্সেও উন্নতি দরকার। আমরা আরও ভাল খেলতে চাই। আর সুযোগ পেলেই গোল করতে চাই। আমাদের প্রতিপক্ষের কথা মাথায় রেখেই ফোকাস ঠিক রাখতে হবে। আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
বিপক্ষকে দেখে নিয়েই আক্রমণে যেতে চান মহমেডানের স্প্যানিশ কোচ। অনুশীলনে ফুটবলারদের দেখে খুশি হেভিয়া। তিনি বলেন, ‘আমরা আমাদের ভুল বুঝে অনুশীলনে সেগুলো শোধরানোর চেষ্টা করছি।’ চার্চিলকে যথেষ্ট সমীহ করছেন সাদা-কালো কোচ। এই ম্যাচ যে সহজ হবে না, তা মেনে নিচ্ছেন জামাল, কিংসলেদের কোচ।