Home খেলাধুলাফুটবল ব্রাইটকে ঘিরে আশার আলো দেখছেন রবি ফাওলার

ব্রাইটকে ঘিরে আশার আলো দেখছেন রবি ফাওলার

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ খেলা হয়ে গিয়েছে সাতটি ম্যাচ। কিন্তু আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। কয়েকটি ম্যাচে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি নিজেদের খেলায় উন্নতি ঘটালেও ডিফেন্সের ভুলে ও ভাল স্ট্রাইকারের অভাবে ভুগতে হয়েছে রবি ফাওলারের দলকে। জেজে, বলবন্ত, সিকে বিনীথ গোল করার ক্ষেত্রে কেউ ভরসা দিতে পারেননি। প্রতিশ্রুতিমান নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখারেকে দিয়ে এই ব্যর্থতা ঘোচাতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার।

শনিবার ১লা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতেই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন ব্রাইট। তার আগে গত ১৬ ডিসেম্বরে গোয়ায় পৌঁছে টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকেন। ৩০ ডিসেম্বর কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ার পর বছরের শেষ দিন অনুশীলনে নেমে পড়েন ২২ বছরের নাইজেরিয়ান স্ট্রাইকার। আর শুক্রবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন ব্রাইট এনোবাখারে। রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক হতে চলেছে ব্রাইটের।

টিমের নতুন সদস্যকে নিয়ে কোচ রবি ফাওলার বলেছেন, ‘ব্রাইট সই করায় আমি খুব খুশি। ওর সঙ্গে কয়েকবার কথা হয়েছে। আমাদের খেলার স্টাইল এবং দর্শন ওকে জানিয়েছি। ও খোলা মনে সেগুলো শুনেছে। ব্রাইটের মতো তরুণ ফুটবলার আমাদের দলে যোগ দেওয়ায় নিঃসন্দেহে দলের শক্তি বাড়বে।’

লাল-হলুদ পরিবারে যোগ দিয়ে ব্রাইট এনোবাখারে বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ খুশি। এই ক্লাব আমাকে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তাব দেয়। আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আইএসএল দ্রুত জনপ্রিয় হচ্ছে। আমি সেখানে অবদান রাখতে চাই। লিগ চলছে। আমাকে দ্রুত টিমের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিতে হবে।’

Related Articles

Leave a Comment