নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলীয় সমর্থকদের আচরণের কোনও পরিবর্তন নেই। সিডনি টেস্টের পর ব্রিসবেনেও বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হল মহম্মদ সিরাজকে। সঙ্গে যোগ হয়েছেন ওয়াশিংটন সুন্দর। অজি সমর্থকদের ‘কুভাষণ’-এর মন্তব্যের শিকার এদিনই টেস্ট অভিষেক ঘটানো স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
ইতিমধ্যেই সিডনি টেস্টের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি। এদিন অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কীভাবে সিরাজকে বাউন্ডারি লাইনের ধারে কটুমন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে। ইংরেজি ভাষায় সিরাজ-সুন্দরের উদ্দেশে ‘গ্রাব’ বলা হয়েছে, যা সাধারণত কীটপতঙ্গকে উল্লেখ করতে বলা হয়।
কেট নামে এক সমর্থকের বক্তব্য, ‘আমার পিছনে থাকা একদল সমর্থক ক্রমাগত সিরাজ ও ওয়াশিংটনের উদ্দেশে কুমন্তব্য করে যাচ্ছিল। প্রথমে সিরাজকে লক্ষ্য করে বলা হয়। ভাষাগুলো পুরো বুঝতে পারিনি। কিন্তু সিডনির মতোই লাগছিল ব্যাপারটা।’ মূলত গাব্বার ২১৫ এবং ২১৬ নম্বর স্ট্যান্ড থেকে আওয়াজ ভেসে আসছিল।
কেট আরও বলেন, ‘এক সময় সিরাজের উদ্দেশে এক সমর্থক ওর দিকে তাকিয়ে হাত নাড়াতে বলছিল। সিরাজ পাত্তা দেয়নি। এরপরেই ওকে লক্ষ্য করে কটু মন্তব্য করা হয়।’ তবে সিরাজ বা ওয়াশিংটন কেউই দর্শকদের দিকে ঘুরে তাকিয়ে পাল্টা কোনও প্রত্যুত্তর দেননি। পরে গ্যালারি থেকে সন্দেহভাজন বেশ কয়েকজনকে বার করে দেয় নিরাপত্তারক্ষীরা।