Home খেলাধুলাক্রিকেট ব্রিসবেনে পৌঁছে রোহিতদের শৌচাগার সাফ করতে হচ্ছে, হস্তক্ষেপ সৌরভের

ব্রিসবেনে পৌঁছে রোহিতদের শৌচাগার সাফ করতে হচ্ছে, হস্তক্ষেপ সৌরভের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিসবেন নিয়ে বিতর্ক থামা তো দূরের কথা, রাহানেরা মঙ্গলবার ব্রিসবেনে পৌঁছতেই অশান্তি চরমে পৌঁছেছে। হোটেলে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেদের সবকিছু নিজেদের করতে হচ্ছে। এমনকী শৌচাগারও নিজেদের পরিষ্কার করতে হচ্ছে। সংবাদ সংস্থার খবর সেরকমই। রোহিতরা হোটেলকে ‘জেলখানা’ বলছেন। অবস্থা এতটাই খারাপ যে, হৃদরোগে আক্রান্ত হয়ে সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই শারীরিক অবস্থাতেও হস্তক্ষেপ করতে হয়েছে বলে খবর।

ভারতীয় দলের এক সদস্যের কথায়, ‘আমরা ঘরে বন্দি হয়ে রয়েছি। আমাদের নিজেদেরই সব কাজ করতে হচ্ছে। শৌচাগার পরিষ্কার করা থেকে শুরু করে বিছানা পরিষ্কার, সব আমরা করছি। কাছাকাছি একটা ভারতীয় রেস্তোরাঁ থেকে খাবার আসছে। সেটা আমরা যে ফ্লোরে রয়েছি, সেখানে দিয়ে যাওয়া হচ্ছে। ফ্লোরের বাইরে আমাদের বেরতে দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে আমরা জেলে আছি।’ প্রকাশিত খবর অনুয়াযী, গোটা হোটেল ফাঁকা থাকলেও ঘরের বাইরে বেরোতে পারছেন না তাঁরা। বন্ধ করে রাখা রয়েছে জিম, রেস্তোরাঁ, ক্যাফে এবং সুইমিং পুলও।

তৃতীয় টেস্ট ড্র করার পর মঙ্গলবার চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন পৌঁছেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের আরও অভিযোগ, স্টেডিয়াম থেকে চার কিলোমিটার দূরে রাখা হয়েছে তাদের। এই সবকিছু নিয়ে মারাত্মক ক্ষুব্ধ ভারতীয় দল। সংবাদসংস্থার খবর, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিষয়টির মধ্যে ঢুকতে হয়েছে। তিনি, বোর্ড সচিব জয় শাহ এবং বোর্ডের সিইও হেমাঙ্গ আমিন নিয়মিত ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সৌরভদের প্রথম থেকেই ব্রিসবেনের কড়া কোয়ারেন্টিন নিয়ে আপত্তি জানাচ্ছিল বিসিসিআই। করোনার প্রকোপ বাড়তে থাকায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়াতে থাকে তারা। কিন্তু শেষে বিসিসিআইকে রাজি করায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

Related Articles

Leave a Comment