Home খেলাধুলাফুটবল ব্র্যাড ইনমানকে ছেঁটে ফেলছে এটিকে মোহনবাগান, নজরে বিশ্বকাপার

ব্র্যাড ইনমানকে ছেঁটে ফেলছে এটিকে মোহনবাগান, নজরে বিশ্বকাপার

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আইএসএলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পর নড়েচড়ে বসেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। আগামী কয়েক দিনের মধ্যেই ছাঁটাই হতে পারেন অস্ট্রেলীয় মিডফিল্ডার ব্র্যাড ইনমান। অজি ফুটবলারের পারফরম্যান্সে একেবারেই খুশি নন হেড কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। তাঁর বদলি হিসেবে দু’জনের নাম ভাসছে। প্রথমজন মরক্কোর নরডিন আমরাবাত। দ্বিতীয়জন জেমস ট্রোইসি। যদিও এই বিষয়ে নিয়ে মুখ খুলতে চাননি দলের শীর্ষকর্তারা।

৩৩ বছরের নরডিন এখন মরক্কোর প্রথম সারির আল নাসের ক্লাবে খেলছেন। মূলতঃ উইঙ্গার হলেও মাঝমাঠের পাশাপাশি ফরোয়ার্ডেও খেলতে পারেন নরডিন। মরক্কান উইঙ্গার পিএসভি আইন্ডহোভেন ও গালাতাসারের মতো ক্লাবের জার্সি গায়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে সৌদি আরবের আল নাসের এফসি-তে খেলছেন এই ফুটবলার। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে তিনটি ম্যাচে মরক্কোর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে ম‍্যাচও।

নরডিন আমরাবাতের পাশাপাশি অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা উইঙ্গার জেমস ট্রোইসির নামও ভাসছে। চলতি মরসুমে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে খেলছেন এই অজি ফুটবলার। নিউক্যাসল ইউনাইটেড, মেলবোর্ন ভিকট্রি, অ্যাডিলেড ইউনাইটেড, জুভেন্টাসের মতো প্রথম সারির ক্লাবে খেলেছেন ৩২ বছরের এই ফুটবলার।

মরসুম শুরু হওয়ার আগে অনেক প্রত্যাশা নিয়ে অস্ট্রেলিয়া ‘এ’ লিগের দল ব্রিসবেন রোয়ার থেকে ব্র্যাড ইনমানকে নিয়ে আসা হয়েছিল। তবে স্কটল্যান্ড জাতীয় দলে খেলা এই ফুটবলারের পারফরম্যান্সে খুশি নন এটিকে মোহনবাগানের হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাছাড়া স্প্যানিশ কোচের স্ট্র্যাটেজিতেও ইনমান খাপ খাচ্ছেন না। তাই আগামী কয়েক দিনের মধ্যে তাঁর বিদায় নিশ্চিত।

Related Articles

Leave a Comment