মেলবার্ন, ২০ জানুয়ারি: ৩৬-এ অলআউট। অ্যাডিলেডে পিছিয়ে পরেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে ভারতীয় ক্রিকেট দলকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব৷ অস্ট্রেলিয়ার সংবাদপত্রেও অজিঙ্ক রাহানেদের প্রশংসা এবং টিম পেইনদের সমালোচনা করা হয়েছে৷ এবার ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে খোলা চিঠি দিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস ও অন্তবর্তী সিইও হকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের খোলা চিঠি লিখেছেন৷ অতিমারি পরিস্থিতির মধ্যে ভারত-অস্ট্রেলিয়ার সফল সিরিজ আয়োজিত হয়েছে৷ মঙ্গলবার, ১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার ‘পয়া মাঠ’ গাব্বায় টেস্ট জিতে ইতিহাস রচনা করেছে ভারতের তরুণবিগ্রেড৷ চার টেস্টের সিরিজে পুরো শক্তির অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়েছে অনভিজ্ঞ ভারতীয় দল৷ সেই সঙ্গে বর্ডার-গাভাস্কর ট্রফি ধরে রেখেছে টিম ইন্ডিয়া৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে চিঠিতে লেখা হয়েছে, ‘বন্ধুত্বের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট চিরকাল বিসিসিআই-এর কাছে কতৃজ্ঞ থাকবে৷ দুর্দান্ত ওয়ানডে এবং টি-২০ সিরিজের পর টেস্ট সিরিজেও কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছে এই সিরিজ৷ গ্লোবাল প্যানডেমিকের মধ্যে আন্তর্জাতিক সফর করা কঠিন চ্যালেঞ্জ ছিল৷ এই পরিস্থিতিতে খেলতে আসার জন্য ভারতীয় ক্রিকেটার ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানায়৷’
এছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ইনস্টাগ্রাম পেজে ক্রিকেটারদের প্রশংসা করে লিখেছে, ‘বিশ্বের দুর্দান্ত ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, প্যাট কামিন্স এবং অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথের চমৎকার ব্যাটিং। এছাড়া এই সিরিজে শুভমান গিল ও ক্যামেরন গ্রিনের উত্তেজক অভিষেক৷ আরও অনেক কিছু৷ গত দু’ মাস ধরে দুর্দান্ত লড়াই হয়েছে৷ আমাদের বন্ধু বিসিসিআই-এর এই আত্মত্যাগ আমরা কখনও ভুলব না৷’ ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশাপাশি গাব্বায় ভারতের দুরন্ত জয়কে কুর্নিশ জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। পিছিয়ে পড়েও ফিরে আসার অন্যতম সেরা নিদর্শন হিসেবে ভারতের জয়কে তুলে ধরা হয়েছে৷ ‘দ্য অস্ট্রেলিয়ান’ সংবাদপত্র লিখেছে, ভারতীয় দল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ১৯৮৮ থেকে যেখানে হারেনি অস্ট্রেলিয়া, সেখানেই তাদের নাস্তানাবুদ করেছে দিয়েছে।