কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: শুক্রবার বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার আগে এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসল মহাযজ্ঞ ও পুজোর আসর। সূত্রের খবর, কমিশন ভোট ঘোষণার পর এদিন সন্ধ্যেতেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেস।
এদিন সকালে মমতার বাড়িতে তৃণমূলের নির্বাচনী ওয়াররুমে আয়োজন করা হয় এই মহাযজ্ঞের। মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মহাযজ্ঞ করেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দয়িতাপতি। পুজোয় পৌরহিত্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ভোটে দলের ভাল ফল ও মঙ্গল কামনাতেই এই পুজোর আয়োজন করা হয়।
এদিকে, আজ শুক্রবার। তৃণমূল সুপ্রিমোর বাড়িতে প্রায় প্রতি শুক্রবারই দলের কোর গ্রুপের বৈঠক হয়। এদিনও সেই বৈঠক হওয়ার কথা। কাকতালীয় ভাবে এদিনই নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে কমিশন। শুক্রবার জুম্মাবার হওয়ায়, বরাবরই এই দিনটিকে শুভ বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে এদিন কোর গ্রুপের বৈঠকের পর প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল।
তবে সূত্রের খবর, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে এবার হয়তো ২৯৪টি বিধানসভা আসনের পুরো প্রার্থী তালিকা একেবারে প্রকাশ না করে, ধাপে ধাপে তা প্রকাশ করতে পারে তৃণমূল। সেক্ষেত্রে, এদিন হয়তো প্রথম পর্বের তালিকা প্রকাশ করবেন মমতা। তৃণমূল সূত্রে এমনই খবর।