নিজস্ব প্রতিনিধিঃ প্রথম ম্যাচে সুদেবা এফসি-কে হারালেও বৃহস্পতিবার আই লিগের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়াল মহমেডান স্পোর্টিং। একই কথা বলা যেতে পারে চার্চিল ব্রাদার্সের ক্ষেত্রেও। তারা প্রথম ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে পাঁচ গোল দিয়েছিল। এদিন দুই দলকে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল। ম্যাচ গোলশূন্য ড্র।
শুরুতে চার্চিল আক্রমণ করলেও ম্যাচের সাত মিনিটেই সুযোগ পেয়ে যায় মহমেডান। সঞ্জীব ঘোষের শট বাইরে যায়। গত ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে হ্যাটট্রিক করা চার্চিলের বার্নান্দেজকে একেবারে নড়তেই দেয়নি মহমেডান ডিফেন্স। এদিন ভরসা দিল হেভিয়ার দলের রক্ষণ।
প্রথমার্ধে মূলত মাঝমাঠেই খেলা হওয়ায় গোল পায়নি কোনও দলই। ৪৮ মিনিটে সুযোগ পায় চার্চিল। কিন্তু মহমেডান গোলরক্ষক শুভম রায়ের তৎপরতায় গোল হয়নি।
এই ম্যাচের পর শীর্ষে থাকল চার্চিল। গোল পার্থক্যের বিচারে দ্বিতীয় স্থানে মহমেডান। দু’দলেরই ২ ম্যাচে ৪ পয়েন্ট।