Home ভিডিও ‘মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শন ফটোশুট,’ কটাক্ষ সুকান্তর

‘মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শন ফটোশুট,’ কটাক্ষ সুকান্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: মুখ্যমন্ত্রী আরামবাগে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার নামে রাজনীতি ও ফটোশুট করতে গিয়েছে !যেখানে জল নেই ,সামান্য জল সেখানে নামবেন ছবি তুলবেন চলে আসবেন। এই ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন সদ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার ।রাজ্য সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে হয়তো উনি জানেন না বা ওনাকে কেউ জানায়নি ফলে রাজ্য সরকারের উপরে উনার কন্ট্রোল নেই। এই মন্তব্য করে ফের মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন তিনি । তিনি বলেন ,”তাহলে এই ব্যাপারে দোষ কার। ডিভিসি কে দোষ দেওয়া হচ্ছে সেটা ঠিক না ।কথায় কথায় যারা কেন্দ্রে ক গালি দেয় , আবার বলছে কেন্দ্র কি করতে হবে প্রশ্ন তুললেন তাহলে উনারা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার আছে কি করতে।”
ভোটের রেজাল্ট বেরোনোর প্রসঙ্গে তিনি জানান,” যাই হোক না কেন, যারা ভেবে রেখেছেন মারামারি করবেন তারা কেউ রেহাই পাবেন না। ভোট-পরবর্তী হিংসার অভিযোগ অন্তর্ভুক্ত হবে সাথে সিবিআই তদন্ত হবে।বন্যা হবার পরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা লুট করা ছাড়া মমতা ব্যানার্জি সরকারের আর কোন কাজ নেই।কারণ বন্যার আগে কোনদিনও নদী বাঁধের কাজ হয়নি।উল্টে বাঁধ ভেঙ্গে গেলে একশ বস্তা বালি ফেললে , সেটাকে বাড়িয়ে দশ হাজার বস্তা বলা হয়।
শনিবার সুকান্ত মজুমদার এভাবেই ছত্রে ছত্রে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Topics
Mamata Banerjee Sukanta Majumdar Flood  DVC  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment