নিজস্ব প্রতিনিধিঃ ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ক্লাসিকো। সোমবার লিগ টেবিলের প্রথম দুই দল মুখোমুখি হয়েছিল। প্রত্যাশামতোই উপভোগ্য লড়াই উপহার দিল এটিকে-মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। কিন্তু সার্জিও লোবেরোর দলকে হারিয়ে লিগ শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করতে পারল না আন্তনিও লোপেজ হাবাস। বরং বার্থোমিউ ওগবেচের গোলে ম্যাচ জিতে সবুজ মেরুনের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্ব শেষ করল সার্জিও লোবেরার মুম্বই সিটি এফসি।
প্রথমার্ধে মুম্বই আধিপত্য নিয়ে খেললেও এটিকে মোহনবাগানের জমাট ডিফেন্সের ডেডলক খোলা সম্ভব হয়নি আইল্যান্ডারদের পক্ষ্যে। তুলনায় এদিন অনেকটাই নিষ্প্রভ রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে অনেক উজ্জীবিত ফুটবল শুরু করে এটিকে মোহনবাগান। বেশ কিছু সুযোগ তৈরি করল তারা। যার মধ্যে ৫৮ মিনিটে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন এডু গার্সিয়া। প্রতিআক্রমণ থেকে তাঁর প্রচেষ্টা পোস্টে প্রতিহত হল।
৬৯ মিনিটে একটা প্রতিআক্রমণ থেকেই ম্যাচের একমাত্র গোলটি করে যায় মুম্বই সিটি। বক্সের মধ্যে হুগো বোউমাসের ব্যাকপাস থেকে দুরহ কোণ থেকে দুরন্ত গোল করে ১-০ করেন ওগবেচে। এরপর দু’দলই বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও ম্যাচে আর গোল আসেনি। ফলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মুম্বই সিটি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে হাবাসের দলের থেকে পাঁচ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল মুম্বই। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল এটিকে মোহনবাগান।
এটিকে-মোহনবাগান একাদশ: অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস বোস, এদু গার্সিয়া, গ্লেন মার্টিন্স, জাভি হার্নান্দেজ, মনবীর সিং, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস।
মুম্বই সিটি এফসি একাদশ: অমরিন্দর সিং (গোলরক্ষক), অমেয় রানাওয়াদে, মোর্তাদা ফল, হার্নান সান্তানা, মন্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, রেনিয়ার ফার্নান্দেজ, সিওয়াই গড্ডার্ড, হুগো বোউমাস, বিপিন সিং, বার্থোলোমিউ ওগবেচে।