নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হার ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে মোহনবাগান। ম্যাচ হারতে হয়েছিল। লোবেরোর দলের বিরুদ্ধে গত ম্যাচে হারতে হয়েছে হাবাসের দলকে। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেও সেই আক্ষেপ যাচ্ছে না এটিকে মোহনবাগান শিবিরের।
চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন কার্ল ম্যাকহিউ। অল্পের জন্য মুম্বই ম্যাচে সমতা ফেরানোর গোল পাননি এডু গার্সিয়া। তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। এ নিয়ে এখনও আফসোস যাচ্ছে না এডুর গলায়। এদিন তিনি বললেন, ‘মুম্বই ম্যাচে গোল না পাওয়াটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদিও ভাল খেলিনি। তবে, ম্যাচটা আমরা জিততে পারতাম। ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে আমাদের এফসি গোয়া ম্যাচে ফোকাস করছি। আর চাইব বারবার যেন পোস্টে লেগে নিশ্চিত গোল নষ্ট না হয়।’
মুম্বই ম্যাচ ভুলতে চাইছেন সবুজ মেরুন মাঝমাঠের অন্যতম ভরসা বঙ্গসন্তান প্রণয় হালদার। তিনি বলছেন, ‘ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। এডুর শট বারে লেগে ফিরল। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক থেকেও গোল হল না। তবে এই সব আর ভাবতে চাই না। গোয়ার বিরুদ্ধে জিততেই হবে আমাদের। আর পয়েন্ট নষ্ট করা চলবে না।’
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে চোখে চোট পেলেও তাকে গুরুত্ব দিতে রাজি নন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। তিনি বলেন, ‘একটু আধটু লাগতেই পারে। আমি ফের গোল না খেয়ে ম্যাচ শেষ করার প্রস্তুতি নিচ্ছি।’ তবে, গোয়ার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে জিতলেও, তা নিয়ে আত্মতুষ্ট হতে চান না এটিকে মোহনবাগান গোলরক্ষক। তিনি বলেন, ‘এটা নতুন ম্যাচ, তাই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। গোয়া যথেষ্ট শক্তিশালী দল। আমাদের মতোই খেতাবের অন্যতম দাবিদার।’