কলকাতা টুডে ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেন ও নোভাক জোকোভিচ, যেন সমার্থক হয়ে পড়ছে। কথাটা যে কতটা সত্যি রবিবাসরীয় রড লেভার এরিনায় সেটা আরও একবার প্রমাণ করলেন জোকোভিচ নিজেই। রাশিয়ার দানিল মেদভেদকে স্ট্রেট সেটে উড়িয়ে নবমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন ঝুলিতে ভরলেন সার্বিয়ান তারকা।
আর কেরিয়ারে মেজর জয়ের নিরিখে এই অস্ট্রেলিয়ান ওপেন জয় সাবালক করল ‘জোকার’কে। অর্থাৎ, নবম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয় পূর্ণ করলেন বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা।
প্রথম সেটে লড়াই ছুঁড়ে দিলেও দ্বিতীয় এবং তৃতীয় সেটে সার্বিয়ানের কাছে এদিন কার্যত আত্মসমর্পণ করেন চতুর্থ বাছাই রুশ তারকা মেদভেদ। ফাইনালে জোকোভিচের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-২, ৬-২। মাত্র ১ ঘন্টা ৫৩ মিনিটেই এদিন ম্যাচের যবনিকা টানেন জো জোকার। একইসঙ্গে রড লেভার এরিনায় খেতাব ধরে রেখে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নিরিখে রাফা এবং ফেডেক্সকে ছোঁয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। গতবছর ডমিনিক থিয়েমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সার্বিয়ান।
তৃতীয় রাউন্ডের ম্যাচ চলাকালীন তলপেটের যন্ত্রণায় কাতর নোভাক জোকোভিচ জানিয়েছিলেন, ‘গ্র্যান্ড স্ল্যাম না হলে তিনি সরে দাঁড়াতেন।’ সেই জকোভিচ এদিন রড লেভার এরিনায় নবম খেতাব জিতে জানালেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই রড লেভার এরিনাকে। প্রত্যেক বছর তোমার প্রতি আমার অনেক অনেক করে ভালবাসা বাড়ছে। আমাদের এই ভালবাসার রসায়নটা বাড়তে থাকুক। ধন্যবাদ সকলকে।’