নিজস্ব প্রতিনিধিঃ বিসিসিআইয়ের সম্ভাব্য আইপিএল ভেন্যু হিসাবে মোহালির নাম নেই। আর সেটা জেনেই ক্ষুব্ধ পঞ্জাব ক্রিকেট সংস্থার কর্তারা। শুধু তাই নয়, প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ার পঞ্জাব কিংসের তরফেও বিসিসিআই-এর কাছে চিঠি দিয়ে কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে খবর।সূত্রের খবর, এই ব্যাপারে সৌরভের বোর্ডকে চিঠি দিয়েছেন পঞ্জাব কিংসের কর্ণধার নেস ওয়াদিয়া। জানতে চাওয়া হয়েছে, কী কারণে আইপিএলের সম্ভাব্য ভ্যেনুর তালিকায় মোহালির নাম রাখা হয়নি! শোনা যাচ্ছে, এই একই কারণে বোর্ডের কাছে চিঠি পাঠাতে পারে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসও।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি ও আমেদাবাদে ২০২১ আইপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমিক পরিকল্পনায় হায়দরাবাদ থাকলেও রাজ্য ক্রিকেট সংস্থায় কিছু সমস্যা থাকায় দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেন, ‘আমরা বিসিসিআইকে চিঠি পাঠিয়েছি। জানতে চেয়েছি, কেন আমাদের মাঠে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে না? এছাড়া কীসের ভিত্তিতে স্টেডিয়াম বাছা হল, সেটাও জানতে চেয়েছি।’
রাজস্থান রয়্যালস চাইছে তাদের মাঠে আইপিএল করার ব্যাপারে উদ্যোগী হোক রাজস্থান সরকার ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারাই কথা বলুক বিসিসিআইয়ের সঙ্গে। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে কিছু বলা না হলেও তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রমারাও টুইট করে বলেন, ‘বিসিসিআই ও আইপিএল কমিটির কাছে হায়দরাবাদে আইপিএল ম্যাচ করার আবেদন রাখছি। আমাদের রাজ্যে কোভিডবিধি মেনে চলা হচ্ছে। তাই অন্য বড় শহরের তুলনায় হায়দরাবাদে কোভিড আক্রান্তের সংখ্যা অনেক কম। আমরা সরকারের তরফ থেকে ম্যাচ আয়োজনের ব্যাপারে সবরকম সাহায্যের আশ্বাস দিচ্ছি।’
মার্চের শেষ থেকে চতুর্দশ আইপিএল শুরুর সম্ভাবনা।পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় প্রথম পর্বের ম্যাচ কলকাতায় হয়তো করা যাবে না। ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর ইডেনে খেলতে পারে শাহরুখ খানের কেকেআর। মুম্বইয়ে খেলা হলেও সেখানে সব ম্যাচে দর্শকরা ঢুকতে পারবেন না। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ মোতেরায় হওয়ার কথা।