Home খেলাধুলাক্রিকেট যুবরাজকে সিংহাসনচ্যুত করে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মরিস

যুবরাজকে সিংহাসনচ্যুত করে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মরিস

by Kolkata Today

চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি: যুবরাজ সিং-কে পিছনে ফেলে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ক্রিস মরিস৷ বৃহস্পতিবার ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় প্রোটিয়া অল-রাউন্ডারকে কিনে নেয় রাজস্থান রয়্যালস৷ মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস-এর সঙ্গে দর কষাকষি করে মরিসকে তুলে নেন রয়্যালস থিঙ্কট্যাঙ্ক৷

আইপিএল খেতাব ঘরের তুলতে না-পারলেও নিলামে বেশি দামে ক্রিকেটার কেনার ক্ষেত্রে প্রীতি জিন্টার দলের জুড়ি মেলা ভার৷ তবে এদিনের নিলামে পঞ্জাবে কিংসের ‘বাতিল’ ঘোড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ কিন্তু আরসিবি-কে টেক্কা দিয়ে আইপিএলের নিলামের ইতিহাসে দামি ক্রিকেটার কিনে নজির গড়ল রাজস্থান রয়্যালস৷

৭৫ লক্ষ টাকার ব্রেস প্রাইস থেকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় মরিসকে কিনল রাজস্থান৷ প্রোটিয়া অল-রাউন্ডারকে কেনার জন্য নিলামের টেবলে লড়াই হয় মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল ও রাজস্থান রয়্যালেসর৷ কিন্তু মুম্বই ও দিল্লিকে টেক্কা দিয়ে প্রত্যাশার অনেক বেশি দাম দিয়ে মরিস কিনল রয়্যালস৷ তবে ৭৫ লক্ষ থেকে মরিসের দাম ১০ কোটিতে পৌঁছে দেয় মুম্বই ও দিল্লির লড়াই৷ তারপর নাছোড়বান্দা রাজস্থান আরও ৬ কোটি ২৫ লক্ষ টাকা বেশি খরচ করে কেনে৷

মরিসই হলেন আইপিএল নিলামের ইতিহাসে সবেচেয়ে বেশি দামি ক্রিকেটার৷ এর আগে ২০১৫ আইপিএল নিলামে যুবরাজ সিংকে ১৬ কোটিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস৷ এতদিন যুবিই ছিলেন নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার৷ কিন্তু এদিন তাঁক টপকে যান মরিস৷ যাঁকে এবারের নিলামের আগে রিলিজ করে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে এখনও পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন মরিস৷ প্রোটিয়া অল-রাউন্ডারের দখলে রয়েছে ৫৫৫ রান৷ স্ট্রাইক-রেট ১৫৭.৮৭৷ আর ৮০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ ইকনোমি রেট ৭.৮১৷ গত আইপিএলে আরসিবি-র হয়ে ৯টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন৷ কিন্তু ব্যাটে সফল না-হওয়ায় মরিসকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স৷

এক নজরে আইপিএল নিলামে দামি পাঁচ ক্রিকেটার:

২০২১ নিলামে ক্রিস মরিস: ১৬ কোটি ২৫ লক্ষ (রাজস্থান রয়্যালস)

২০১৫ নিলামে যুবরাজ সিং: ১৬ কোটি (দিল্লি ডেয়ারডেভিলস)

২০২০ নিলামে প্যাট কামিন্স: ১৫ কোটি ৫০ লক্ষ (কলকাতা নাইট রাইডার্স)

২০২১ নিলামে কাইল জেমিনসন: ১৫ কোটি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

২০১৯ নিলামে বেন স্টোকস: ১৪ কোটি ৫০ লক্ষ (রাজস্থান রয়্যালস)

সৌজন্যে টুইটার

Related Articles

Leave a Comment