Home খেলাধুলাফুটবল রয় কৃষ্ণার ফর্ম নয়, এফসি গোয়াকে নিয়ে চিন্তিত হাবাস

রয় কৃষ্ণার ফর্ম নয়, এফসি গোয়াকে নিয়ে চিন্তিত হাবাস

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড লেগ শুরু করছে এটিকে-মোহনবাগান। হাবাসের দলের প্রতিপক্ষ এফসি গোয়া। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচেই হেরেছে সবুজ মেরুন। এবার লিগ টেবিলে তিন নম্বরে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে এটিকে-মোহনবাগান। ১১ ম্যাচ খেলে এফসি গোয়ার ঝুলিতে রয়েছে ১৮ পয়েন্ট। সেখানে এক ম্যাচ কম খেলে সবুজ-মেরুনের পয়েন্ট ২০। যদিও দুবারের আইএসএল জয়ী বাগানের স্প্যানিশ কোচ মনে করছেন, ফতোরদা স্টেডিয়ামে রবিবাসরীয় লড়াইয়ে দুই দলের জোর টক্কর হবে।

গোয়া ম্যাচের আগে সবুজ মেরুন শিবিরে স্বস্তির খবর, চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন আইরিশ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ। তবে ফিজির তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণার গোলের মধ্যে না-থাকা এটিকে মোহনবাগানের সমস্যা বাড়িয়েছে। আপফ্রন্টে একা হয়ে যাচ্ছেন। ডেভিড উইলিয়ামস, মনবীর সিংদের কাছ থেকেও সাহায্য পাচ্ছেন না। দলের মাঝমাঠও তেমন সচল নয়। গত মুম্বই ম্যাচে এই সমস্যা প্রকট হয়েছিল। কৃষ্ণা গত ছটি ম্যাচে মাত্র দুটি গোল করেছেন। হাবাস অবশ্য তাঁর সেরা স্ট্রাইকারের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন। বরং স্প্যানিশ কোচ বললেন, ‘রয় কৃষ্ণা তো আর আমাদের দলে একা খেলে না। আগের ম্যাচে আমাদের দলের সব স্ট্রাইকাররা খেলেছিল। ডেভিড, মনবীর, রয়, এডু, জাভি সবাই। এরা ছাড়া আমাদের আর স্ট্রাইকার নেই। তাছাড়া বিপক্ষের ডিফেন্সকেও তো গুরুত্ব দিতে হবে।’

চলতি আইএসএলের প্রথম লেগে গত ১৬ ডিসেম্বর এই এফসি গোয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছিল এটিকে মোহনবাগান। ৮৫ মিনিটে গোল করে সেই ম্যাচ জেতান রয় কৃষ্ণা। যদিও হাবাস মনে করেন সেই হারের প্রভাব রবিবার পড়বে না। হাবাসের দল দ্বিতীয় লেগের অভিযান রবিবার থেকে শুরু করলেও এফসি গোয়া অবশ্য জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে দ্বিতীয় লেগ শুরু করে দিয়েছে। প্রধান স্ট্রাইকার ইগর আঙ্গুলো না খেললেও সেই ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৩ গোলে জেতে গোয়া।

মুম্বই ম্যাচে চোখে চোট পেয়েছিলেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। তিনিও পুরো ফিট হয়ে রবিবার গোয়ার বিরুদ্ধে মাঠে মামতে তৈরি। অরিন্দম বললেন, চোখ নিয়ে কোনও সমস্যা নেই। খেলতে গেলে চোট লাগেই। আমি ফের ক্লিন-শিট রেখেই মাঠ ছাড়তে চাই।

Related Articles

Leave a Comment