Home খেলাধুলাক্রিকেট রোহিত-সহ ৫ ক্রিকেটার আইসোলেশনে, কোভিড প্রোটোকল ভাঙার দাবি

রোহিত-সহ ৫ ক্রিকেটার আইসোলেশনে, কোভিড প্রোটোকল ভাঙার দাবি

by Kolkata Today

মেলবোর্ন, ২ জানুয়ারি: ৩১ ডিসেম্বর বর্ষবরণের দিন বাকি দলের থেকে আলাদা হয়ে মেলবোর্নের রেস্তোরাঁয় গিয়েছিলেন রোহিত শর্মা-সহ পাঁচ জন ভারতীয় ক্রিকেটার। নভলদীপ সিং নামে এক ভারতীয় সমর্থকের টুইট থেকে বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি অনুযায়ী, রোহিত, গিল, পন্ত, পৃথ্বী এবং সাইনিদের আইসোলেট করা হয়েছে অস্ট্রেলিয়া এবং অবশিষ্ট ভারতীয় স্কোয়াড থেকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমন গিল, পৃথ্বী শ এবং নভদীপ সাইনিকে ভারত এবং অস্ট্রেলিয়া স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। তবে তারা অনুশীলন করতে পারবে। ভারত এবং অস্ট্রেলিয়া দলের সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে যে প্রোটোকল বলবৎ রয়েছে, এটা সেই প্রোটোকলেরই অঙ্গ।’

তবে মেলবোর্নের রেস্তোরাঁয় গিয়ে আদৌ রোহিতরা প্রোটোকল ভেঙেছেন কিনা সেটা তদন্তসাপেক্ষ। বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া গোটা বিষয়টি পরীক্ষা করছে। খতিয়ে দেখছে জৈব সুরক্ষা বলয় সেখানে লঙ্ঘিত হয়েছে কিনা।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রোটোকল অনুযায়ী ভারত এবং অস্ট্রেলিয়া স্কোয়াডের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট ক্রিকেটারদের আলাদা করা হয়েছে তবে অনুশীলনে নামার অনুমতি দেওয়া হয়েছে।’ এদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পন্তদের জৈব বলয় লঙ্ঘন করার যুক্তি খন্ডন করে দিয়েছে।

Related Articles

Leave a Comment