নিজস্ব প্রতিনিধিঃ এক যুগ পর ফের লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন সুব্রত পাল। চোট পাওয়া গোলরক্ষক শঙ্কর রায়ের জায়গায় মিষ্টুকে দলে নিল রবি ফাওলারের দল।
এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে হায়দরাবাদ এফসি-র লোন ডিল হল। এই লোন চুক্তিতে ভারতীয় ফুটবলের সিনিয়র গোলরক্ষক স্পাইডারম্যান খ্যাত সুব্রত ওরফে মিষ্টুকে হায়দরাবাদ থেকে নিল এসসি ইস্টবেঙ্গল। বদলে শঙ্কর রায় গেলেন হায়দরাবাদ এফসি-তে।
২০০৯ সালে শেষ লাল-হলুদ জার্সি গায়ে খেলেছেন সুব্রত। দীর্ঘ ১২ বছর পর ঘরে ফিরলেন সোদপুরের মিষ্টু। হাঁটুর চোটের জন্য এবারের আইএসএলে হায়দরাবাদের প্রথম একাদশ থেকে ছিটকে যান। চোট সারিয়ে ফিট হলেও হায়দরাবাদের শেষ পাঁচ ম্যাচে খেলার সুযোগ পাননি। তাই ট্রান্সফার উইন্ডোয় অভিজ্ঞ সুব্রতকে অন্য দলে খেলার জন্য রিলিজ করল হায়দরাবাদ। পরিবর্তে লোন চুক্তিতে ইস্টবেঙ্গল থেকে আর এক বাঙালি কিপার শঙ্কর রায়কে দলে নিল ম্যানুয়েল মারকুয়েজের দল।
আইএসএলে গত সাত বছরে ৯১ ম্যাচে ২৮টি ক্লিন শিট সুব্রত পালের। মুম্বই সিটি, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি ঘুরে ইন্ডিয়ান সুপার লিগে সুব্রতর পঞ্চম দল এসসি ইস্টবেঙ্গল। এক যুগ পর লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান।