Home খেলাধুলাফুটবল শনিবার শুরু আই লিগ, কোভিড পরিস্থিতিতে সতর্ক ফেডারেশন

শনিবার শুরু আই লিগ, কোভিড পরিস্থিতিতে সতর্ক ফেডারেশন

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার শুরু হচ্ছে আসন্ন ২০২০-২১ মরসুমের আই লিগ। উদ্বোধনী ম্যাচে দুপুর দুটোয় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি এবারের আই লিগে বাংলার একমাত্র প্রতিনিধি মহমেডান স্পোর্টিং ও নবাগত দিল্লির ক্লাব সুদেবা এফসি। উদ্বোধনী দিনে আরও দুটো ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামেই দুটো ম্যাচ। বিকেল ৪টে পঞ্জাব এফসি মুখোমুখি আইজল এফসি-র। এরপর কল্যাণীর মাঠেই গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে খেলবে চেন্নাই সিটি এফসি।

এবারের আই লিগ নতুন ফরম্যাটে খেলা হবে। প্রথমে সিঙ্গল লেগে অংশগ্রহণকারী ১১ দল প্রত্যেকে পরস্পরের বিরুদ্ধে খেলবে। তারপর পয়েন্টের বিচারে লিগের প্রথম ৬ দল চ্যাম্পিয়নশিপের লড়াই করবে। আর নীচের ৫টি দল অবনমনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দ্বিতীয় ডিভিশন আই লিগের মতোই কঠোর কোভিডবিধি মেনে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও আই লিগের ম্যাচগুলো হবে যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়াম, মোহনবাগান মাঠ ও কল্যাণী স্টেডিয়ামে।

অংশগ্রহণকারী ১১ দলকে দুটো হোটেলের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। রেফারি, ম্যাচ অফিসিয়ালদের রাখা হয়েছে অন্য হোটেলে। সরকার স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক রেখে খেলার অনুমতি দিলেও ফেডারেশন কোনও ঝুঁকি নিচ্ছে না। তাই দর্শকশূন্য মাঠেই হবে আই লিগের ম্যাচ। দ্বিতীয় ডিভিশন লিগে ম্যাচের সংখ্যা ছিল ২৭। আই লিগে সংখ্যাটা প্রায় ১০০। তাই ফেডারেশন কর্তারা সতর্ক। তাছাড়া আইএফএ শিল্ড বায়ো-বাবলে না হওয়ায় টুর্নামেন্টের পর অনেকে কোভিড পজিটিভ হয়েছিল। সেটা মাথায় রেখেও আরও সতর্ক হয়েছে এআইএফএফ।

Related Articles

Leave a Comment