রিও দি জেনেইরো, ২৫ জানুয়ারিঃ শাপেকোয়েন্সের স্মৃতি ফিরল ব্রাজিলে, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন পেলের দেশের ৪ ফুটবলার। ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব লাস পালমাস-এর এই চার ফুটবলার ছাড়াও প্রাণ হারিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। চার বছর পর শাপেকোয়েন্সের দুঃসহ ঘটনার স্মৃতি ফিরল ব্রাজিলে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি টুর্নামেন্টের ম্যাচ খেলতে রবিবার ৮০০ কিমি দূরের গোইয়ানিয়াতে রওনা দেওয়ার কথা ছিল পালমাসের ফুটবলারদের। ছোট একটি বিমানে ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেরা এবং পাইলট ওয়াগনার ছাড়াও ছিলেন চার ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গিলের্মে নোয়ে, রানুলে এবং মার্কাস মোলিনারি।
টেক-অফের পরেই রানওয়ে থেকে একটু এগিয়ে পার্শ্ববর্তী একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা পাইলট-সহ ছ’জনের। খবর প্রকাশ্যে আসামাত্রই শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবলমহলে। শোকবার্তা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ফিফাও।
২০১৬-র নভেম্বরে কোপা সুদামেরিকানা ফাইনাল খেলতে যাওয়ার পথে এই ভাবেই ভেঙে পড়েছিল শাপেকোয়েন্সের বিমান। সেই ঘটনার গোটা দলটাই প্রায় শেষ হয়ে যায়। তারও দু’বছর আগে ইন্তারনাসিওনাল ক্লাবের প্রাক্তন অধিনায়ক ফার্নান্ডো বিমান দুর্ঘটনায় মারা যান। গত বছরই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট।