Home সংবাদসিটি টকস শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ, রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ, রাজ্য বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা: প্রায় নজিরবিহীনভাবে রাজ্য বাজেট বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ।তাই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখরের অনুমতি নিয়েই ভোটের বছরে আগামী চার মাসের ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ রাস্তা নির্মাণ, কর্মসংস্থান, পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ, পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, শিক্ষা খাতে রাজ্য বাজেটে কল্পতরু মমতা। পার্শ্বশিক্ষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। বিধানসভা নির্বাচনের আগে তাঁদের মুখেও হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। শিক্ষা খাতে দরাজ হাতে বিপুল বরাদ্দ ঘোষণা করে শিক্ষামহলের মন জয় করে নিলেন মমতা। পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বাজেটে নতুন স্কুল তৈরির কথা বলা হয়েছে। অলচিকি লিপিতে পড়াশোনার জন্য নতুন ৫০০ স্কুল তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে। সেখানে নিয়োগ করা হবে নতুন শিক্ষক ও পার্শ্বশিক্ষক।উত্তরবঙ্গের চা-শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য ওই এলাকায় ১০০ স্কুল তৈরির প্রস্তাব রয়েছে বাজেটে। বরাদ্দ ১০০ কোটি।

বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাস্তা-ঘাট তৈরিতে বিশেষ জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্তবর্তীকালীন বাজেটে ঘোষণা করলেন, গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। যাত্রী পরিবহণে সব যানবাহনের একবছরের রোড-ট্যাক্স সম্পূর্ণ মকুবের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রুবি থেকে কালিকাপুর, গড়িয়া থেকে যাদবপুর, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার, চিংড়িঘাটা থেকে নিউটাউন, পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ নির্মান করা হবে৷ উড়ালপুল নির্মাণের জন্য ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি৷ এছাড়া৷ কলকাতা থেকে বাসন্তী ৪ লেনের রাস্তা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ পার্কসার্কাসে পথচারীদের জন্য স্কাইওয়াক তৈরি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কমিশনকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। দ্বিতীয় তৃণমূল সরকারেরর শেষ বাজেট পেশ করতে গিয়ে দরাজহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাজেট প্রস্তাবে মোট প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ৬৮৮ কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি।

রাজ্যের কোষাগারের অবস্থা যে ভালো নয়, সেটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা কথায় প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, ‘‌নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই কথার অনুকরণে বলি আপনারা আমাকে বিশ্বাস দিন আমি আপনাদের সেবা দেব।’‌ এদিন মুখ্যমন্ত্রী জানান, অশোকনগরে গ্যাস উন্নয়ন প্রকল্প এবং অশোকনগর শিল্পনগরীতে পরিণত করা হবে। পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে। রঘুনাথপুরে শিল্পনগরী তৈরি হবে। ২৪৮৩ একর জমির ওপর শিল্পনগরী। ১০০ কোটি বরাদ্দ হয়েছে শিল্পনগরীতে।

উল্লেখ্য, পরিকাঠামো খাতে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, ৬৭৫ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গে তৈরি হবে৷ কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছিল বাংলার রাস্তা তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। যার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল, ওই টাকা কৃষকদের দিয়ে দেওয়া হোক। রাস্তা আমরা তৈরি করে নেব। রাজ্য বাজেটে তার প্রতিফলন দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles

Leave a Comment